হায়দরাবাদ, 18 মে : ব্যাঙ্কে এসেছিলেন এক কোরোনা আক্রান্ত রোগী । জানার পরই ব্যাঙ্কের 13 জনকে হাসপাতালে পাঠালেন কর্তৃপক্ষ । সেখানে তাঁদের প্রত্যেকের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে । তারপর 14 দিনের জন্য রাখা হবে হোম কোয়ারানটিনে । এক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কর্তৃপক্ষ ।
অন্যান্য ব্যাঙ্কের মতো হায়দরাবাদের ওল্ড সিটির পুরানাপুল এলাকার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে প্রতিদিনই কাজ চলছে । সম্প্রতি এই এলাকারই এক মহিলার শরীরে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । তাঁর কন্ট্যাক্ট হিস্ট্রি খতিয়ে দেখে জানা যায়, তিনি কিছুদিন আগে ওই ব্যাঙ্কে লেনদেনের জন্য গেছিলেন । এরপর ওই ব্য়াঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য দপ্তর । বিষয়টি তাঁদের জানানোর পর তাঁরা 13 জন কর্মীকে হায়দরাবাদের একটি হাসপাতালে পাঠান । সেখানে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে । ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, যদি তাঁদের মধ্যে কেউ কোরোনায় আক্রান্ত হন তাহলে তাঁকে গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হবে । বাকিদের হোম কোয়ারানটিনে পাঠানো হবে ।