দিল্লি, 3 জুলাই : 31 জুলাই পর্যন্ত বাতিল হল সমস্ত আন্তর্জাতিক উড়ান । আজ একথা জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ডিরেক্টরেট জেনেরাল । তবে, এই সময়ে চলবে পণ্যবাহী বিমান । এর আগে 15 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।
দেশে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ একদিনে 21 হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন । এই পরিস্থিতি দেশে কোরোনা সংক্রমণ ঠেকাতে 31 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল । এই সময়ে নির্দিষ্ট কিছু রুটে বন্দে ভারত মিশনের বিশেষ বিমান ও প্রয়োজন ভিত্তিতে বিশেষ আরও কিছু বিমান চলাচল করবে ।