পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এফ-16 গুঁড়িয়ে দিয়েছিলেন অভিনন্দন, পথ দেখান IAF অফিসার মিন্তি আগরওয়াল - Yudh Seva Medal awardee

বৃহস্পতিবার ভারতের 73 তম স্বাধীনতা দিবসে ভারতীয় বায়ুসেনার স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়ালের হাতে যুদ্ধসেবা মেডেল তুলে দেওয়া হয় ৷ তিনিই প্রথম মহিলা অফিসার যাঁকে এই সম্মান প্রদান করা হল ৷ অশান্ত সময়ে 'ফাইটার কন্ট্রোল'-এ উল্লেখযোগ্য অবদান রেখে যুদ্ধসেবা পদক পেলেন মিন্তি ৷

এফ-16 গুঁড়িয়ে দিয়েছিলেন অভিনন্দন, পথ দেখান IAF অফিসার মিন্তি আগরওয়াল

By

Published : Aug 16, 2019, 9:42 AM IST

দিল্লি, 16 অগাস্ট : চলতি বছরের 27 ফেব্রুয়ারি ৷ ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের বেশ কয়েকটি F-16 বিমান ৷ পাকিস্তানের বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান ৷ সেইসময় আকাশের অবস্থা কেমন, কোন দিকে বিমান ঘোরালে শত্রুপক্ষের সেনা একবিন্দুও টের পাবে না, কী ভাবে পাকিস্তানি যুদ্ধবিমানকে আকাশপথে ঘায়েল করা সম্ভব ৷ এই সবকিছুই লক্ষ্য রাখছিলেন অসীম সাহসী এক নারী ৷ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এইসব তথ্য সরবরাহ করেছিলেন তিনিই ৷ অভিনন্দন বর্তমান যখন F-16 ধ্বংস করেন, তারও সাক্ষী তিনি ৷ বায়ুসেনার ওই স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল পেলেন যুদ্ধসেবা মেডেল ৷

বৃহস্পতিবার ভারতের 73 তম স্বাধীনতা দিবসে ভারতীয় বায়ুসেনার স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়ালের হাতে যুদ্ধসেবা মেডেল তুলে দেওয়া হয় ৷ তিনিই প্রথম মহিলা অফিসার যাঁকে এই সম্মান প্রদান করা হল ৷ অশান্ত সময়ে 'ফাইটার কন্ট্রোল'-এ উল্লেখযোগ্য অবদান রেখে যুদ্ধসেবা পদক পেলেন মিন্তি ৷

16 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পালটা অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনার বিমান । পরদিন বালাকোটে ভারতের বায়ুসেনা বাহিনীর অভিযানের পরের দিনই সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান F-16 । সফল ভাবে F-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হয় অভিনন্দনকে ।

সংবাদ সংস্থাকে স্কয়্যাড্রন লিডার মিন্তি বলেন, পাকিস্তান অধিকৃত বালাকোটে অসামরিক ঘাঁটিতে সফল অভিযান চালান তাঁরা ৷ এর পালটা হামলা পাকিস্তান করতে পারে বলে, একপ্রকার নিশ্চিত ছিলেন তাঁরা ৷ মোকাবিলার জন্য প্রস্তুতও ছিলেন ৷ 24 ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করে পাকিস্তান বায়ুসেনা ৷ প্রথমে কয়েকটা F-16 যুদ্ধবিমান দেখা যায় ৷ পরে তার সংখ্যা বাড়ে ৷ ভারতে অভিযান চালানোর লক্ষ্যেই এসেছিল তারা ৷ কিন্তু, বায়ুসেনার তৎপরতায় পাকিস্তানের উদ্দেশ্য ব্যর্থ হয় ৷ সেইসময় পাকিস্তানের একটি F-16 বিমানকে ধ্বংস করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷

ABOUT THE AUTHOR

...view details