দিল্লি, 15 ডিসেম্বর : সন্ত্রাস হামলার মূল্য দিতেই হবে ৷ বালাকোট অভিযানের মাধ্যমে পাকিস্তানকে এমনই বার্তা দেওয়া হয়েছিল ৷ প্রাক্তন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বললেন এমনই ৷ 26 ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা বাহিনী ৷ চণ্ডীগড়ে সাহিত্যোৎসবে সেই প্রসঙ্গই উঠে এল ধানোয়ার কথায় ৷
তাঁর কথায়, ISI যে সন্ত্রাসবাদী সংগঠন চালায়, তা পাকিস্তানি বায়ুসেনা বাহিনী জানত না ৷ জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরের সদর দপ্তরে যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা থাকলেও বালাকোটে প্রশিক্ষণ শিবিরে তা ছিল না ৷ এদিকে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, জইশ জঙ্গি সংগঠন এবং পাকিস্তানকে বার্তা দেওয়া ৷ যে কোনও মূল্যে সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান হতই ৷