পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের সক্রিয় বালাকোটের জঙ্গিঘাঁটি, বললেন ভারতের সেনা প্রধান - balakot

পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিগুলো ফের সক্রিয়া হয়ে উঠেছে বলে দাবি করলেন ভারতের সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত । 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ ।

ভারতের সেনা প্রধান

By

Published : Sep 23, 2019, 1:49 PM IST

চেন্নাই, 23 সেপ্টেম্বর : পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিগুলো ফের সক্রিয়া হয়ে উঠেছে । এই দাবি করলেন ভারতের সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত । তিনি বলেন, "পাকিস্তান ফের বালাকোটকে সক্রিয় করে তুলেছে । এই ঘটনাই প্রমাণ করে যে, ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাকোট । কিন্তু এখন সেখানে জঙ্গিরা আবার ফিরে এসেছে ।" গতকাল চেন্নাইয়ে সেনা অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি ।

27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ । গতরাতে হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে নিজের ভাষণে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কাঠগড়ায় তোলেন মোদি । তিনি বলেন, "9/11 হোক বা 26/11, ষড়যন্ত্রকারীদের কোথায় খুঁজে পাওয়া যায়? সবাই জানে তাদের কোথায় খুঁজে পাওয়া গেছিল ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে । আন্তর্জাতিক মহলে নিজেদের যুক্তি তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশই । তবে পাকিস্তান এই ইশুতে চিন ছাড়া কাউকেই পাশে পায়নি । অপর দিকে ভারতের পাশে রয়েছে অ্যামেরিকা, রাশিয়া, ব্রিটেন, পোলান্ড, সৌদি আরব সহ একাধিক দেশ । এই ইশুতে পাকিস্তানের মুখ পুড়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে ।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দিতে চলেছেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে একই দিনে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই এই ইশুতে বিভিন্ন সময়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান । এই পরিস্থিতে বালাকোটের জঙ্গি ঘাঁটিগুলির সক্রিয় হয়ে ওঠার তথ্য সামনে আসায় পাকিস্তানকে রাষ্ট্রসংঘে আরও কোণঠাসা করতে উদ্যত হবে ভারত বলে ওয়াকিবহাল মহলের ধারণা ।

চলতি বছরের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলা চালায় জঙ্গিরা । শহিদ হন 40-র বেশি জওয়ান । তার জবাব দিতেই পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় ভারতের বায়ুসেনা । 1000 কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় । এই অভিযানে নিকেশ হয় 300-র বেশি জঙ্গি ।

ABOUT THE AUTHOR

...view details