ভুবনেশ্বর, 3 মে : বাইরে তখন ফণীর দাপট। গাছ উপড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রীতিমতো বিধ্বস্ত ওড়িশার 11টি জেলা। ইতিমধ্যেই 542 জন গর্ভবতী মহিলাকে স্থানীয় হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরই মাঝে ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে সকাল 11 টা 3 মিনিটে জন্ম নিল এক শিশুকন্যা।
ঝড়ের মাঝেই জন্ম নিল শিশুকন্যা, নাম রাখা হল ফণী
ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে সকাল 11 টা 3 মিনিটে এক শিশুকন্যার জন্ম হয় । ঝড়ের নামেই তার নাম রাখা হল ফণী ।
শিশুকন্যা
ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলার মাঝে সদ্যোজাতকে স্বাগত জানাতে তখন তৎপর হাসপাতালের লোকজন । ঝড়ের নামেই সদ্যোজাতর নাম রাখা হল ফণী। আপাতত মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে। শিশুকন্যার মা একজন রেলওয়ে কর্মী। তিনি রেলওয়েতে কোচ মেরামতের কাজ করেন।
উল্লেখ্য, আজ সকাল 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।