লখনউ, 30 সেপ্টেম্বর : বাবরি মসজিদ ধ্বংসের 28 বছর পর আজ রায় শোনালো লখনউয়ের বিশেষ আদালত । লালকৃষ্ণ আদবানি , মুরলি মনোহর যোশী , উমা ভারতী , কল্যাণ সিংসহ 32 অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক ।
"উপযুক্ত প্রমাণ নেই", বাবরি রায়ে আদালতের 5 পর্যবেক্ষণ - লালকৃষ্ণ আদবানি
বাবরি মসজিদ ধ্বংসের 28 বছর পর আজ রায় শোনালো লখনউয়ের বিশেষ আদালত । বাবরি রায় শোনানোর সময় কী কী বললেন বিচারক ?
babri case
বাবরি মামলার রায় শোনানোর সময় কী কী বললেন বিচারক ?
- বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত নয় ।
- অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই ।
- CBI-র পেশ করা ভিডিয়ো এবং অডিয়োর সত্যতা যাচাই করা যায়নি ।
- যারা গম্বুজের চূড়ায় উঠেছিল, তারা সমাজ-বিরোধী ছিল ।
- বক্তৃতার অডিয়ো স্পষ্ট নয় ।
বাবরি রায় ঘোষণার পরেই সমালোচনার ঝড় উঠেছে বিরোধী শিবিরে । কর সেবকদের মিছিলের সাক্ষী ছিল দেশ । সেই মিছিলের নেতৃত্বের মুখও দেখেছিল । তারপরেও উপযুক্ত প্রমাণ নেই ? প্রশ্ন উঠছে ।