পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ অযোধ্যা মামলার রায়, নিরাপত্তার চাদরে উত্তরপ্রদেশ; শান্তির আহ্বান মোদির - SC chief justice Ranjan Gogoi

আজ সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে চলেছে । পাঁচ প্রধান মামলাকারীকে এজলাসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।

অযোধ্যা

By

Published : Nov 8, 2019, 9:23 PM IST

Updated : Nov 9, 2019, 6:52 AM IST

দিল্লি, 9 নভেম্বর : জল্পনা চলছিলই । অবশেষে ঘোষণা নিশ্চিত হয়ে গেল । আজ শনিবার 'ঐতিহাসিক' অযোধ্যা মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট । সবকিছু ঠিকঠাক থাকলে সকাল সাড়ে 10টায় রায় ঘোষণা করবে শীর্ষ আদালত । পাঁচ প্রধান মামলাকারীকে এজলাসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । যেকোনওরকম অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে তৈরি প্রশাসন । একাধিক এলাকায় জারি করা হয়েছে 144 ধারা । চার হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে উত্তরপ্রদেশ জুড়ে । সোমবার পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার ।

17 তারিখ প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ । তার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় তিনি ঘোষণা করে যেতে পারেন বলে জল্পনা চলছিলই । দ্রুত অযোধ্যা মামলার রায় ঘোষণার জন্য দৈনিক শুনানির নির্দেশও দিয়েছিলেন তিনি । সেই মতো টানা 40 দিন ধরে চলে শুনানি । গত মাসে শুনানি শেষ হয় । তারপর থেকে শুরু হয়েছিল রায় ঘোষণার কাউন্টডাউন । দিন যত এগিয়েছে পারদ তত চড়েছে । পরিস্থিতির গুরুত্ব বুঝে আজই উত্তরপ্রদেশ সফরে যান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । কথা বলেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে । সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ।

অযোধ্যা মামলার রায় যে পক্ষেই যাক না কেন, একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে সেই বুঝে আগে থেকেই সতর্ক রাজ্য এবং কেন্দ্র সরকার । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেছেন বলেও খবর । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরা গোটা দেশের দিকে নজর রাখছেন । রাজনৈতিকভাবে বিষয়টিকে মোকাবিলা করতে কংগ্রেস, BJP সবপক্ষই সমানভাবে তৈরি । ইতিমধ্যেই শান্তি-সম্প্রীতি -একতা বজায় রাখার আবেদন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রায় যে পক্ষেই যাক না কেন সবাই যাতে বিষয়টিকে মেনে নেন সেই আবেদনও জানিয়েছেন তিনি । দলীয় পদক্ষেপ ঠিক করতে আজই BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র নেতৃত্বে জরুরি বৈঠকে বসবেন দলের শীর্ষ নেতারা ।

যাতে কোনওভাবেই 1992 সালের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে । শুধু প্রধানমন্ত্রী নন, ইতিমধ্যেই শান্তির আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিন কয়েক আগেই এক ভাষণে সব পক্ষকে শান্তির বজায় রাখার আবেদন জানিয়েছিলেন ।

অযোধ্যা মামলার রায় নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে । 1992 সালে যে ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে কার্যত আগুন জ্বলে গেছিল, গোটা দেশে 3000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন, সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে দেশ । জমি কার, এই নিয়ে বিতর্ক যত তীব্র হয়েছে রাজনৈতিকভাবে মেরুকরণ তত জোরদার হয়েছে । উত্তরপ্রদেশে গেরুয়া শিবির ক্ষমতায় আসার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে অযোধ্যা । আজ রায় ঘোষণার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক হাওয়া কোন দিকে সেদিকটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে ।

Last Updated : Nov 9, 2019, 6:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details