পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন সম্পূর্ণ, 32 সেকেন্ডে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী - Ayodhya: PM Modi to lay the foundation of ram mandir in 32 seconds

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী ৷ আর এটি করতে সময় লাগবে 32 সেকেন্ড ৷

Ayodhya: PM Modi to lay the foundation of ram mandir in 32 seconds
অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন সম্পূর্ণ

By

Published : Aug 1, 2020, 3:57 PM IST

অযোধ্যা , 1 অগাস্ট : অযোধ্যায় শ্রী রাম মন্দিরের ভূমিপুজোর সমস্ত প্রস্তুতি শেষ ৷ ইতিমধ্যেই PMO-তে আমন্ত্রিতদের চূড়ান্ত তালিকা পাঠিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট ৷ রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী ৷ আর এটি করতে সময় লাগবে 32 সেকেন্ড ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত প্রবীণ BJP ও RSS নেতারা ৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য রামনগরীতে তৈরি করা হয়েছে বিশাল একটি গেট ৷ যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী অযোধ্যায় আসবেন, সেটি সাজানো হয়েছে ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিয়ে ৷

ভূমিপুজোর জন্য হবে দীপোৎসব

  • এর আগে সবথেকে বেশি প্রদীপ জ্বালিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল অযোধ্যা ৷ আবারও সেই রকম বিশাল দীপোৎসবের পরিকল্পনা করেছে অযোধ্যাবাসী ৷ আর ভূমিপুজোর দিনই হবে এই দীপোৎসব ৷
  • শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এই অনুষ্ঠানে গোটা অযোধ্যাজুড়ে জ্বালানো হবে প্রদীপ ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের সদস্যদের উদ্যোগেই এই দীপোৎসব পালন করা হবে ৷
  • অযোধ্যার বিভিন্ন জায়গায় জ্বালানো হবে এই প্রদীপ ৷ হনুমানগারহি, দশরথ মহল, কনক ভবন, সীতা রসোই , রং মহল , ছোটো দেবকালী ও বড় দেবকালীসহ বিভিন্ন মন্দিরে ৷ অগাস্টের 4 ও 5 তারিখে করা হবে এই দীপোৎসব ৷

প্রধানমন্ত্রীর অফিসে আমন্ত্রিতদের তালিকা পাঠিয়েছে ট্রাস্ট

শ্রী রাম মন্দিরের ভূমিপুজোর সমস্ত প্রস্তুতি শেষ ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট আমন্ত্রিতদের চূড়ান্ত তালিকা পাঠিয়েছে প্রধানমন্ত্রীর অফিসে ৷ যদিও সেখানে কতজনকে আমন্ত্রণ জানানো হয়েছে তা এখনও জানায়নি তারা ৷ শুধুমাত্র বলা হয়েছে , কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে সীমিত লোককে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ 5 অগাস্ট দেশের হিন্দুরা উৎসব পালন করবে ৷

আমন্ত্রিতদের চূড়ান্ত তালিকা

শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের তরফে 268 জন আমন্ত্রিতের একটি তালিকা তৈরি করা হয়েছিল ৷ তবে, তার মধ্যে 200 জনকেই আমন্ত্রণের জন্য বেছে নেওয়া হয়েছে ৷ 50 জনকে বসানোর জন্য ব্লক তৈরি করা হয়েছে ৷ একটি ব্লক থাকবে দেশের বড় বড় সাধু, সন্ত ও মহান্তদের জন্য ৷ অন্য ব্লকটি থাকবে রাম জন্মভূমি মন্দির আন্দোলনের নেতাদের জন্য ৷ তাঁদের মধ্যে রয়েছেন RSS প্রধাম মোহন ভাগবৎ, কল্যাণ সিং, উমা ভারতী, বিনয় কাটিয়ার ও সাধ্বী ঋতাম্ভরা ৷ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন অনুষ্ঠানে ৷ একটি ব্লক থাকবে দেশের বড় শিল্পপতি, প্রবীণ আমলা ও অন্যান্য বিশিষ্টদের জন্য ৷

ভূমিপুজোর চলবে লাইভ টেলিকাস্ট

দেশের মানুষ প্রতীক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে রাম মন্দিরের ভূমিপুজো দেখার ৷ কোরোনা প্যানডেমিকের জন্য সীমিত সংখ্যক লোককে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সেকারণেই দেশের মানুষ যাতে এই ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকতে পারে তাই দূরদর্শনে অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট দেখানো হবে ৷ অযোধ্যা ও ফৈজ়াবাদের রাস্তায় বসানো হয়েছে LED স্ক্রিন ৷ এছাড়াও বসানো হয়েছে লাউডস্পিকার ৷ যাতে এখানকার বাসিন্দারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারে ৷

32 সেকেন্ড ও 5 টি রুপোর ইট

5 অগাস্ট জ্যোতিষী ভূমিপুজোর জন্য নির্দিষ্ট তিথি বলেছেন ৷ শুভক্ষণটি হল 12 টা 15 মিনিট 15 সেকেন্ড থেকে 12 টা 15 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত ৷ এই 32 সেকেন্ডের মধ্যেই 5 টি রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ ওই ইটগুলিতে আঁকা থাকবে নক্ষত্রদের প্রতীক ৷ ওই রুপোর ইটগুলি দেবেন শ্রী মণিরাম দাস ছাভনি , মুথ মহান্ত ও শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের চেয়ারম্যান নৃত্যগোপাল দাস ৷ ইটগুলি ভগবান রামকে উৎসর্গ করা হবে ৷

প্রধানমন্ত্রী আসার আগেই হবে অন্যান্য ধর্মানুষ্ঠান

রাম জন্মভূমিতে 11 টা 30 মিনিটে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আসার আগেই করা হবে অন্যান্য ধর্মানুষ্ঠান ৷ শ্রী মণিরাম দাস ছাভনির বংশধর মহান্ত কমলনয়ন দাস বলেন, শ্রী রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী এসে পৌঁছানোর পরই হবে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ ৷ ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি, প্রধানমন্ত্রী অন্যান্য মন্দির ও রাম মন্দিরের মধ্যে থাকা হনুমান মন্দিরেও যাবেন ৷ সেখান থেকেই তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন ৷

সাকেত কলেজে হেলিপ্যাড

5 অগাস্ট অযোধ্যায় আসতে চলেছেন দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ( VVIP ) ৷ সেকারণে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হবে সাকেত মহাবিদ্যালয়ে ৷ এই হেলিপ্যাডটি থেকে রাম জন্মভূমির দূরত্ব মাত্র কয়েক মিটার ৷ সুরক্ষা কর্তাদের মতে, সাকেত মহাবিদ্যালয়ে হেলিকপ্টার নামার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । যেখানে হেলিপ্যাড তৈরি করা হবে সেখানে অযোধ্যা সফরকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ওই এলাকাটি পরিদর্শন করেছিলেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details