অযোধ্যা, 31 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 5 অগাস্ট অযোধ্যায় স্থাপন করবেন রাম মন্দিরের ভিত্তি ৷ সেই অনুষ্ঠানে ভূমি পুজোর সমস্ত আয়োজন করেছে রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট ৷ আর এই অনুষ্ঠানে রামের বিগ্রহে পরানো হবে বিশেষ এক নবরত্ন খচিত পোশাক ৷ ভাগবত প্রসাদ ও তাঁর ভাই বংশ পরম্পরায় দুই প্রজন্ম ধরে রামের বিগ্রহের পোশাক বানিয়ে আসছে ৷ তারাই বানিয়েছে সেই পোশাক ৷
রামের জন্য মখমলের নবরত্ন লাগানো পোশাক
প্রধানমন্ত্রী 5 অগাস্ট স্থাপন করবেন অযোধ্যার রামমন্দিরের ভিত্তি ৷ করা হবে ভূমিপুজো ৷ সমস্ত আয়োজন করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে গোটা অযোধ্যা ৷ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিয়ে ৷ অগাস্ট 4 ও 5 তারিখে সেখানে পালন করা হবে বিশেষ দ্বীপোৎসব ৷ রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন মানুষের চোখ কাড়বে ৷ 5 অগাস্ট যখন প্রধানমন্ত্রী মন্দিরের ভিত্তি স্থাপন করবেন ৷ সেই সময় রামের বিগ্রহ সাজবে সেই বিশেষ নবরত্ন খচিত পোশাকে ৷ সেই দিনের তিথি অনুযায়ী, রামের পোশাকের রঙ হবে সবুজ ৷ জ্যোতিষীদের বলা শুভ তিথিতেই রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হবে । নয়টি গ্রহের সঙ্গে সাদৃশ্য রেখেই ওই বিশেষ পোশাকে রাখা হয়েছে নয়টি রত্ন ৷ শুধুমাত্র ভগবান রামই নয় ৷ ভাগবত প্রসাদ ও শঙ্কর লাল ভগবান ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন ও হনুমানজীর জন্যও বানিয়েছেন বিশেষ পোশাক ৷