দিল্লি, 17 অগাস্ট : আর মাত্র তিন মাস । প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ । মনে করা হচ্ছে, তার আগেই অযোধ্য জমি সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি ঘটাতে চান তিনি । শুধু অযোধ্যা নয় সবরীমালা মন্দির সংক্রান্ত বিষয়ের পাশাপাশি রাহুল গান্ধির বিরুদ্ধে ঝুলে থাকা আদালত অবমাননা মামলাটিরও নিষ্পত্তি ঘটাতে পারেন প্রধান বিচারপতি । অর্থাৎ 46 তম প্রধান বিচারপতি হিসেবে গগৈ কার্যকাল শেষের আগে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে ।
ইতিমধ্যেই অযোধ্যা জমি সংক্রান্ত মামলাটির দৈনিক শুনানি শুরু হয়ে গেছে । শুক্রবার শীর্ষ আদালতে সপ্তম দিনের শুনানি চলাকালীন মুসলিমদের নমাজ পড়া প্রসঙ্গে চলে তীব্র বাদানুবাদ । সুন্নি ওয়াক অফ বোর্ডকে জমি ভাগ দিতে অস্বীকার করল মামলার অন্যতম পক্ষ রামলালা বিরাজমান । তাদের আইনজীবী সি এস বৈদ্যনাথনের যুক্তি, রাস্তার উপরেও নমাজ পড়েন অনেক মুসলিম । তাহলে কি রাস্তাটার মালিকানা দাবি করা যায় ? এই যুক্তি পেশ করে বৈদ্যনাথনের দাবি, নমাজ পড়লেও ওই জমির উপর মুসলিমদের কোনওভাবেই অধিকার জন্মায় না ।