লখনউ, 6 জুন: বাবরি মসজিদ মামলায় এক অভিযুক্তের বয়ান রেকর্ড করা হল CBI-এর বিশেষ আদালতে। BJP সাংসদ রাম ভিলাস ভেদান্তি সহ পাঁচ অভিযুক্তের জবানবন্দী রেকর্ড করার জন্য তলব করা হয়েছিল। তবে, সময় কম থাকায় বিচারক এস কে যাদব শুধুমাত্র একজনের বয়ানই রেকর্ড করেন। কেবলমাত্র প্রকাশ শর্মার বয়ান রেকর্ড করা হয়। সংবিধানের 313 ধারায় বয়ান রেকর্ড করা হয়।
প্রসঙ্গত, এবছরের 6 মার্চের মধ্যে মামলাটি গুটিয়ে ফেলা হয়েছিল। মার্চের 24 তারিখের আগে আদালতে কিছু অভিযুক্তদের হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু, কোরোনা ভাইরাসের কারণে লকডাউন শুরু হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। মে মাসের 18 তারিখ মামলাটি আবারও শুরু হয়। এরপরেই তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য, তদন্তের জন্য তাঁদের আদালতে তলব করা হয়।
1992 সালের এই মামলায় এখনও পর্যন্ত 32 জন ট্রায়ালের মুখোমুখি হয়েছেন। যার মধ্যে রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল কে আদবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, পাশাপাশি রয়েছেন BJP নেতা মুরলী মনোহর যোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধ্বী রীথামবারা । তবে, পরবর্তী শুনানি পর্যন্ত আদবানি, যোশী ও উমা ভারতীকে বিচারের সময় ব্যক্তিগতভাবে উপস্থিতি থেকে ছাড় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, 1992 সালের ডিসেম্বরের 6 তারিখ করসেবকরা বাবরি মসজিদ কাঠামোটি ভেঙে ফেলেন। তাঁদের দাবি, এই জায়গাটিতে রাম জন্মভূমি ছিল। প্রাচীন মন্দির ধ্বংস করার পর সেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেন তাঁরা। শুরু হয় মামলা। দীর্ঘদিন মামলা চলতে থাকে। 2017 সালের 19 এপ্রিল সুপ্রিম কোর্ট বিশেষ বিচারককে নির্দেশ দেন আগামী দুবছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার। এবছরের মে মাসের 8 তারিখ শীর্ষ আদালতের তরফে নতুন নির্দেশ দেওয়া হয় যাতে অগাস্ট মাসের 31 তারিখের মধ্যে মামলাটির রায় বের করে দেওয়া হয়।
অপরদিকে, সুপ্রিম কোর্টের অপর একটি বেঞ্চ রাম জন্মভূমি জমি মামলার নিষ্পত্তি করেন। সুপ্রিম কোর্টের তরফে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য আলাদা করে জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।