পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিমানকর্মীদেরও কোরোনা টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার দাবি - স্বাস্থ্য় ও পরিবারকল্য়াণ মন্ত্রক

করোনা কালেও কর্তব্য় পালন করে গিয়েছেন বিমান পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকরা৷ তাই তাঁদেরও প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসাবে বিবেচনা করার আবেদন অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের ৷ স্বাস্থ্য় মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে টিকাকরণে অগ্রাধিকারের আবেদন ৷

aviation-ministry-urges-health-ministry-to-prioritise-covid-19-vaccination-of-airlines-airports-employees
বিমানকর্মীদেরও করোনা টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার দাবি

By

Published : Jan 24, 2021, 10:17 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি: বিমান পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদেরও প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসাবে বিবেচনা করা হোক৷ এই দাবি জানিয়ে স্বাস্থ্য় ও পরিবার কল্য়াণ মন্ত্রককে চিঠি পাঠাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ তাদের আর্জি, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিমান পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদেরও কোরোনা টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হোক ৷

স্বাস্থ্য়মন্ত্রককে উদ্দেশ করে ওই লেখা চিঠিতে বলা হয়েছে, কোরোনা টিকা সরবরাহের ক্ষেত্রে বিমানকর্মীদের ভূমিকার কথা মাথায় রেখেই তাঁদের প্রথম সারির কোরোনা যোদ্ধা হিসাবে বিবেচনা করা হোক৷ কোরোনাকালে যাত্রীদের যাতায়াত-সহ নানা কাজে সামনের সারিতে থেকেই দায়িত্ব পালন করেছেন বিমানকর্মীরা ৷ এক্ষেত্রে এয়ার ইন্ডিয়া-সহ অন্য়ান্য় বিমান সংস্থাগুলির ভূমিকাও অনস্বীকার্য৷

কোরোনাকালে বিমান ও বিমানবন্দরের ক্রু সদস্য়, ইঞ্জিনিয়ার-সহ সমস্ত কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন বলে মনে করিয়ে দিয়েছে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক ৷ তাতে তাঁদের কোভিডে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়েছে ৷ সেই আশঙ্কা এখনও রয়েছে ৷ এই পিরিস্থিতিতে বিমানকর্মীদেরও টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকারের আবেদন জানিয়েছে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক৷

ABOUT THE AUTHOR

...view details