চেন্নাই, 6 অগাস্ট : বেইরুটের মতো বিস্ফোরণ যাতে চেন্নাই বন্দরে না হয়, তার জন্য সরকারের কাছে আবেদন জানালেন PMK-র প্রতিষ্ঠাতা এস রামাদোস । বছরের পর বছর ধরে চেন্নাই বন্দরে জমছে অ্যামোনিয়াম নাইট্রেটের স্তুপ । প্রায় 740 টন অ্যামোনিয়াম নাইট্রেট জমে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি । বেইরুটের মতো বিস্ফোরণ এড়াতে এগুলির দ্রুত ব্যবস্থা করা দরকার বলে মনে করছেন রামাদোস ।
তাঁর দাবি, 2015 সাল থেকে বাজেয়াপ্ত হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট কনটেনারে করে একটি ফ্রেইট স্টেশনে রাখা হচ্ছে । এগুলি না সরানো হলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । এগুলি দ্রুত এখান থেকে সরানোর বা সার বানানোর কাজে ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন তিনি ।
বেইরুটের বিস্ফোরণের কথা টেনে টুইটারে তিনি লিখেছেন,"চেন্নাইয়ের ওয়্যারহাউজ়ে যে পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট জমে রয়েছে, তাতে যে কোনও মুহূর্তে একইধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে । এমনটা যাতে না হয়, তার জন্য এই বিস্ফোরক পদার্থগুলি দ্রুত এখান থেকে সরানো দরকার । সার তৈরিতে বা অন্য কোনও কাজে ব্যবহার করা যেতে পারে এগুলি ।"
প্রসঙ্গত, 5 অগাস্ট (মঙ্গলবার) ভারতীয় সময় রাত সাড়ে নয়টার সময় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছিল লেবাননের রাজধানী বেইরুট । পর পর দুটি বিস্ফোরণে কমপক্ষে 165 জন মারা যায় ৷ জখম হয়েছে কমপক্ষে চার হাজার জন ৷