ওসাকা, 29 জুন : চরম ব্যস্ততার মাঝেও মোদির সঙ্গে ছবি তুলে টুইট করলেন সদ্য নির্বাচিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন । পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি নিজের ভালোবাসা বোঝাতে ইংরেজি হরফে হিন্দি ভাষায় ছবির ক্যাপশন লিখলেন, "কিতনে আচ্ছে হ্যায় মোদি !" অর্থাৎ, মোদি কত ভালো !
কিতনে আচ্ছে হ্যায় মোদি ! সেলফি পোস্ট করে ক্যাপশন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর - donald trump
মোদির সঙ্গে ছবি তুলে টুইট করলেন সদ্য নির্বাচিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ।
জাপানে G-২০ সম্মেলনে দেখা হয়েছিল এই দুই রাষ্ট্রপ্রধানের । সম্মেলনে দুই নেতাই যথেষ্ট ব্যস্ত । কিন্তু যাবতীয় ব্যস্ততা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে তা টুইটারে পোস্ট করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ।
স্কট মরিসনের সঙ্গে ওসাকায় নরেন্দ্র মোদির প্রথম সাক্ষাৎ হয় । লিবারাল জোটের প্রার্থী হয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি । এদিকে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদির । মোদির ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই দুই নেতার প্রথম সাক্ষাৎ । নির্বাচনে ভালো ফলের জন্য মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প ।