পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত- অস্ট্রেলিয়া কথায় খিচুড়ি কূটনীতি - Virtual summit

কোরোনা ভাইরাসের কারণে এই প্রথমবার ভার্চুয়ালি বৈঠকে বসলেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শেষ হল খিচুড়ি ও শিঙাড়ার আলোচনায়।

Scott morrison
Scott morrison

By

Published : Jun 4, 2020, 10:38 PM IST

ভারত- অস্ট্রেলিয়া কথায় খিচুড়ি কূটনীতি

মেলবোর্ন, 4জুন : সিঙাড়া আর আমের চাটনি বানিয়েআগেই মন জয় করে নিয়েছিলেন ভারতীয়দের। এবার গুজরাতি খিচুড়ি বানানোর কথা দিলেনতিনি। " তিনি" যে সে কেউ নন,কথা হচ্ছে অস্ট্রেলিয়ারপ্রধানমন্ত্রী স্কট মরিসনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতাশেষ হল খিচুড়ি ও সিঙাড়ার কথা নিয়েই।

স্কটমরিসন বলেন,প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদির সঙ্গে আগামী মুখোমুখি সাক্ষাতের আগেই তিনি বানাবেন গুজরাতিখিচুড়ি। সিঙ্গারা বানানো ও তার টুইট নিয়েও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্কটমরিসন বলেন, "সিঙ্গারার জন্য ধন্যবাদ। সপ্তাহের শেষটা বেশ মজা করেই কাটল।"

কোরোনাভাইরাসের ফলে এই প্রথম ভারত- অস্ট্রেলিয়ার মধ্যে ভার্চুয়ালি সামিট হল। এই বিষয়েঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, "এই পরিস্থিতিতে যদি এইভাবেই দেখা করতেহয়,আমি তাতেএকটুও অবাক হব না। "2014সালেরলোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হলোগ্রাম প্রচার প্রসঙ্গ টেনে আপনি বলেন,"আপনিপ্রথম হলোগ্রামের মাধ্যমে প্রচার শুরু করেন। পরেরবার হয়তো আপনার একটি হলোগ্রামউপস্থিত থাকবে এখানে। "

ABOUT THE AUTHOR

...view details