সিকার, 4 সেপ্টেম্বর : ভাগ্নের সঙ্গে প্রণয়ের সম্পর্কের অভিযোগ । 'প্রায়শ্চিত্ত'-এর নিদান খাপ পঞ্চায়েতের । জনসমক্ষে নগ্ন হয়ে স্নান করতে বাধ্য করা হল রাজস্থানের সিকারের সোলার গ্রামের এক যুবক ও তাঁর মামীকে । জানা গিয়েছে, প্রায় 400 জন লোকের সামনে ওই যুবক-যুবতীকে নগ্ন হয়ে স্নান করতে বাধ্য করা হয় । ঘটনায় দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, খাপ পঞ্চায়েতে গ্রামের প্রবীণরা দু'জনের শাস্তি দেন । একঘরে হয়ে যাওয়ার ভয়ে গ্রামের অন্যান্য পরিবারগুলি খাপ পঞ্চায়েতের বিরোধিতা করেনি বলে জানা গিয়েছে । 21 অগাস্ট এই ঘটনার পর খাপ পঞ্চায়েত ওই যুবককে 31 হাজার টাকা এবং নির্যাতিতার পরিবারকে 21 হাজার টাকা দেওয়ার নির্দেশও দিয়েছিল ।
অল রাজস্থান সানসি ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক রাকেশ কুমার বলেন, "শাস্তি মেনে না নিলে ওই দু'জনের পরিবারকেই সমাজচ্যুত করা হত । ওই দুই পরিবারকে কোনও সামাজিক অনুষ্ঠানে ডাকা হত না এবং যদি কেউ তাদের আমন্ত্রণ জানাতে সাহস দেখায় তবে সেই পরিবারকেও সমাজ বহির্ভূত করা হত ।" সিকারের পুলিশ সুপার সাওয়াই সিং বলেন, “8-10 'পঞ্চ'-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত । আমরা COVID-১৯-এর মধ্যে বিপুল সংখ্যক লোক জড়ো করার জন্য একটি পৃথক FIR (একটি পুলিশ রিপোর্ট) দায়ের করা হয়েছে । যদি সম্পর্ক 'বেআইনি' হয়, তবে তাদের বিরুদ্ধে FIR করা উচিত ।" তদন্তের অংশ হিসেবে পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার ভিডিয়ো ও ছবি সংগ্রহ করছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতের পরিবারের পাশাপাশি গ্রামের বিশিষ্ট লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা প্রত্যেকেই সানসি সমাজের বলে জানিয়েছে পুলিশ । এই প্রথম সিকার জেলায় কোনও সমাজে খাপ পঞ্চায়েত বসানোর ঘটনা ঘটল ।