পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাজ করুন, ছবি কম দিন; মোদিকে আক্রমণ কপিলের - nobel prize in economics 2019

অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তির প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদিকে আক্রমণ কংগ্রেস নেতার ৷ টুইটবার্তায় কপিল সিবাল বলেন, ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷ অর্থনীতির পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে ৷ কাজ করুন, ছবি কম দিন ৷

ছবি

By

Published : Oct 15, 2019, 6:15 PM IST

দিল্লি, 15 অক্টোবর : অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা কপিল সিবাল ৷ টুইটবার্তায় তিনি লেখেন, কাজ করুন, ছবি কম দিন ৷

গতকাল অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি ৷ পরে অ্যামেরিকার এক সংবাদমাধ্যমকে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, "ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷ এখনকার বৃদ্ধির হারের তথ্য দেখে অদূর ভবিষ্যতে অর্থনীতি কবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না ৷" অভিজিতের বক্তব্য, গত পাঁচ-ছয় বছরে কিছুটা আর্থিক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছিল ৷ কিন্তু, সেই নিশ্চয়তা এখন চলে গেছে ৷

এরপর গতকাল সন্ধ্যায় নিজের টুইট অ্যাকাউন্টে অভিজিৎ ব্যানার্জির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে মোদিকে কার্যত একহাত নিলেন কপিল সিবাল ৷ টুইটবার্তায় তিনি লেখেন,

নরেন্দ্র মোদি কি শুনছেন ?

অভিজিৎ ব্যানার্জি :
1) ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷
2) অর্থনীতির পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে ৷
3) শহরাঞ্চল ও গ্রামীণ এলাকায় গড় ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে ৷ 1970-র পর এইরকম ঘটনা আর ঘটেনি ৷
4) আমরা সংকটজনক অবস্থায় রয়েছি ৷

কাজ করুন, ছবি কম দিন ৷

এদিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ অভিজিতের নোবেল জয়ের পর দেশ বিদেশ থেকে শুভেচ্ছার বার্তা এসেই চলেছে নোবেলজয়ীর কাছে ৷ টুইটার, ফেসবুকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন ৷ খবর আসার ঘণ্টাখানেকের মধ্যেই টুইট করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ অভিজিতের বাড়িতে ফুল ও মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু ঘণ্টা চারেক পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ABOUT THE AUTHOR

...view details