দিল্লি, 22 অগাস্ট : "সরকারের সবথেকে বড় সমালোচক ছিলেন বাবা । তাই, তাঁর প্রতিবাদী কণ্ঠরোধ করতেই গ্রেপ্তার করা হয়েছে ।" আজ দিল্লি ফিরে একথা বলেন পি চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম । আজ সকালেই চেন্নাই থেকে দিল্লি ফেরেন কার্তি । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন ।
INX মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত পি চিদম্বরম । অভিযোগ, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷
চিদম্বরম ও কার্তির নাম প্রকাশ্যে আনেন INX সহ-প্রতিষ্ঠাতা পিটার ও ইন্দ্রাণী মুখার্জি । ইন্দ্রাণীর মেয়ে শীনা বোরা খুনে তাঁরা এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন । যদিও দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেন চিদম্বরম ।