ওড়িশা, 22 এপ্রিল : বিধানসভা উপনির্বাচনের আগে একই দিনে BJP, BJD ও কংগ্রেস নেতার গাড়িতে হামলা হল ওড়িশায় । উপনির্বাচনে BJP প্রার্থী জগন্নাথ প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় গতকাল । এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভুবনেশ্বর (সেন্ট্রাল) কেন্দ্রে । গতরাতে BJP দলীয় কার্যালয়ের কাছেই ঘটনাটি ঘটে । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি । দলের অন্যান্য নেতারা নির্বাচন আধিকারিকদের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্তের দাবি তোলেন ।
ওড়িশায় BJP, BJD ও কংগ্রেস নেতার গাড়িতে হামলা - Assembly election
একই দিনে BJP, BJD ও কংগ্রেস নেতার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ।
Jena
অন্যদিকে, উপনির্বাচনে BJD (বিজু জনতা দল) দলের প্রার্থী তথা প্রাক্তন মেয়র অনন্ত নারায়ণ জেনার গাড়িতেও গতকাল হামলা হয় । ভুবনেশ্বরের ঝারিপদা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ ।
একই দিনে কংগ্রেস নেতা নিরঞ্জন পটনায়কের উপরও হামলা হয় । এই তিনটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।
Last Updated : Apr 22, 2019, 5:56 AM IST