পুলওয়ামা, 18 জুন : ফের সেনার ভ্যানে হামলা পুলওয়ামায় । গতকাল বিকেলের দিকে 44 রাষ্ট্রীয় রাইফেলসের প্যাট্রোলিং কারে IED বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । ঘটনায় জখম হয়েছিলেন ছয় জওয়ান ও দু'জন নাগরিক । তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে তাঁদের মধ্যে শহিদ হন দুই জওয়ান ।
পুলওয়ামায় সেনাবাহিনীর গাড়িতে হামলায় শহিদ 2 জওয়ান - jawan
গতকাল বিকেলের দিকে 44 রাষ্ট্রীয় রাইফেলসের প্যাট্রোলিং কারে IED বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । ঘটনায় আজ সকালে মৃত্য়ু হয় দুই জওয়ানের ।
ফাইল ফোটো
এর আগে গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় CRPF-এর ভ্যানে আত্মঘাতী জঙ্গি হামলা হয় । শহিদ হন 40 জওয়ান । এর কিছুদিন পরই পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক করে ভারত । গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ।
Last Updated : Jun 18, 2019, 3:14 PM IST