পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

থানে থেকে গ্রেপ্তার 2 বিকাশ ঘনিষ্ঠ

উত্তরপ্রদেশ থেকে পালিয়ে থানেতে লুকিয়ে ছিল । উত্তরপ্রদেশ STF সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশ তল্লাশি শুরু করে । আজ তাদের দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

বিকাশ ঘনিষ্ট
বিকাশ ঘনিষ্ট

By

Published : Jul 11, 2020, 5:06 PM IST

থানে, 11 জুলাই : থানে থেকে গ্রেপ্তার বিকাশ দুবে ঘনিষ্ঠ অরবিন্দ ত্রিবেদী ও তার গাড়ির চালক সোনু তিওয়ারি । বিকরু গ্রামে আট পুলিশ খুনে অন্যতম অভিযুক্ত এই অরবিন্দ । আজ থানের কোলশেট থেকে দু'জনকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা ।

কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে । সে লুকিয়ে আছে এমন খবর পেয়ে 3 জুলাই কানপুরের চৌবেপুর বিকরুগ্রামে যায় পুলিশের একটি দল । এলাকায় তল্লাশি শুরু করেন তাঁরা । সেইসময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই মৃত্যু হয় আট পুলিশকর্মীর । আহত হন আরও 6 জন । তারপর থেকেই বিকাশ দুবেকে ধরতে শুরু হয় তৎপর হয় পুলিশ । পাশাপাশি তার সহযোগীদেরও খোঁজ শুরু করেন তাঁরা । উত্তরপ্রদেশ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । অধরা ছিল অনেকেই । অধরা ছিল বিকাশও । পরে বৃহস্পতিবার তাকে মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার করা হয় । গতকাল তাকে এনকাউন্টারে খতম করে পুলিশ । তবে, তার সহযোগীদের খোঁজে তল্লাশি জারি রেখেছিলেন তাঁরা ।

উত্তরপ্রদেশ STF সূত্রে মহারাষ্ট্র পুলিশ আজ জানতে পারে, অরবিন্দ ওরফে গুদান লুকিয়ে রয়েছে থানেতে । তারপরই খোঁজ শুরু করেছে পুলিশ । আজ তাদের গ্রেপ্তার করা হয় ।

আরও পড়ুন :আত্মসমর্পণ করতে বলায় গুলি চালায় বিকাশ, পালটা গুলি পুলিশের

পুলিশ সূত্রে জানা গেছে, শুধু এই আটজন পুলিশ খুনেই নয়, বিকাশ যখন 2001 সালে উত্তরপ্রদেশের মন্ত্রী সুন্তোষ শুক্লাকে খুন করেছিল তখনও বিকাশের সঙ্গে ছিল অরবিন্দ ।

ABOUT THE AUTHOR

...view details