থানে, 11 জুলাই : থানে থেকে গ্রেপ্তার বিকাশ দুবে ঘনিষ্ঠ অরবিন্দ ত্রিবেদী ও তার গাড়ির চালক সোনু তিওয়ারি । বিকরু গ্রামে আট পুলিশ খুনে অন্যতম অভিযুক্ত এই অরবিন্দ । আজ থানের কোলশেট থেকে দু'জনকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা ।
কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে । সে লুকিয়ে আছে এমন খবর পেয়ে 3 জুলাই কানপুরের চৌবেপুর বিকরুগ্রামে যায় পুলিশের একটি দল । এলাকায় তল্লাশি শুরু করেন তাঁরা । সেইসময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই মৃত্যু হয় আট পুলিশকর্মীর । আহত হন আরও 6 জন । তারপর থেকেই বিকাশ দুবেকে ধরতে শুরু হয় তৎপর হয় পুলিশ । পাশাপাশি তার সহযোগীদেরও খোঁজ শুরু করেন তাঁরা । উত্তরপ্রদেশ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় । অধরা ছিল অনেকেই । অধরা ছিল বিকাশও । পরে বৃহস্পতিবার তাকে মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার করা হয় । গতকাল তাকে এনকাউন্টারে খতম করে পুলিশ । তবে, তার সহযোগীদের খোঁজে তল্লাশি জারি রেখেছিলেন তাঁরা ।