পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাল মানচিত্র প্রদর্শন পাকিস্তানের , SCO-র বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ভারত

4 অগাস্ট প্রধানমন্ত্রী ইমরান খান অনুমোদিত মানচিত্রে ভারতের ভূখণ্ড - জম্মু ও কাশ্মীর , লাদাখ এবং গুজরাটের স্যার ক্রিক - পাকিস্তানের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল । গতকাল SCO-র বৈঠকে এই মানচিত্র প্রদর্শন করলে প্রতিবাদে মাঝপথে SCO-র বৈঠক ছেড়ে বেরিয়ে যান অজিত ডোভাল ও ভারতীয় দল ৷

By

Published : Sep 16, 2020, 11:49 AM IST

Ajit Doval
Ajit Doval

দিল্লি , 16 সেপ্টেম্বর : পাকিস্তানের নতুন মানচিত্র দেখে মাঝপথে SCO-র বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ মস্কোয় SCO-র বৈঠকে বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল ভারত ও পাকিস্তান ৷ সেখানে পাকিস্তান একটি নতুন মানচিত্র প্রদর্শন করে ৷ যেখানে দেখা যায়, পাকিস্তানের অংশ হিসাবে রয়েছে লাদাখ , জম্মু ও কাশ্মীর , গুজরাতের স্যার ক্রিক ৷ এটা দেখার পর মেজাজ হারান অজিত ডোভাল ৷ প্রতিবাদে মাঝপথে SCO-র বৈঠক ছেড়ে বেরিয়ে যান অজিত ডোভাল ও ভারতীয় দল ৷ গতকাল বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন , ’’ পাকিস্তান ইচ্ছাকৃতভাবে কল্পিত(জাল) একটি মানচিত্র তৈরি করেছে ৷ যা এই বৈঠকে প্রদর্শন করে বৈঠকের শর্ত লঙ্ঘিত করেছে পাকিস্তান ৷ এরপরই বৈঠকের উদ্যোক্তাদের (রাশিয়া) সঙ্গে কথা বলে প্রতিবাদ স্বরূপ মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় ভারতীয় দল ৷ এরপরে সঙ্গে সঙ্গে পাকিস্তান এই বৈঠকের একটি বিভ্রান্তিমূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপনা করে ৷ ঠিক যেমনটা আশা করা হয়েছিল ৷ ’’

4 অগাস্ট প্রধানমন্ত্রী ইমরান খান অনুমোদিত মানচিত্রে ভারতের ভূখণ্ড - জম্মু ও কাশ্মীর , লাদাখ এবং গুজরাটের স্যার ক্রিক - পাকিস্তানের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল । যার কোনও বৈধতা নেই । ভারত এটিকে "রাজনৈতিক অযৌক্তিকতার অনুশীলন" হিসাবে খণ্ডন করে দিয়েছে।

সূত্রের খবর , রাশিয়ার তরফে পাকিস্তানকে মানচিত্র প্রদর্শনে নিষেধ করার চেষ্টা করা হয়েছিল ৷ পাকিস্তান যা করেছে রাশিয়া তার সমর্থন করে না। এবং রাশিয়ার তরফে আশা প্রকাশ করা হয়, পাকিস্তানের উস্কানিমূলক পদক্ষেপ SCO -তে ভারতের অংশগ্রহণকে প্রভাবিত করবে না ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details