পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে দেশাং নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে - অসমে বন্যা

দেশাং নদীর জলস্তর 62.30 মিটারে পৌঁছেছে । সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, 0.10 মিটার বেশি রয়েছে দেশাংয়ের জলস্তর ।

Flood hits assam
অসমে বন্যা

By

Published : Jun 22, 2020, 6:04 PM IST

গুয়াহাটি, 22 জুন : অসমের শিবসাগর জেলার নানগ্লামোরাঘাটে দেশাং নদী বিপদসীমার উপর দিয়ে বইছে । আজ সকাল ন'টা নাগাদ সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুমের তরফে একথা জানানো হয় ।

বুলেটিন জারি করে কন্ট্রোল রুমের তরফে বলা হয়েছে, “নানগ্লামোরাঘাটে দেশাং নদীর জলস্তর বাড়ছে । বিপদসীমার উপর দিয়ে বইছে দেশাং । আজ সকাল ন'টায় নদীর জলস্তর ছিল 62.30 মিটার । যা কি না 0.10 মিটার বেশি । দেশাং নদীতে জলস্তরের বিপদসীমা 62.22 মিটার । এর আগে 64.1 মিটার জলস্তর পার করেছিল দেশাং । এর ফলে শিবসাগর জেলায় বন্যা হয় । তার থেকে এখন 1. 78 মিটার নিচে রয়েছে দেশাংয়ের জলস্তর ।” এর পাশাপাশি ধানসিড়ি, ব্রহ্মপুত্র, জিয়াভরালি নদীতে জলস্তর বাড়ছে । এর জন্য অসম সরকারকে সতর্ক করেছে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম ।

অসমে এবছর বহু জেলা বন্যায় প্রভাবিত হয়েছে । প্রায় আড়াই লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন । 25 হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে । কোরোনা ভাইরাসের জেরে আগে থেকে জর্জরিত ছিল আসাম । এর উপর বন্যা এসে আরও ক্ষতি করেছে ।অসমের পাশাপাশি বিহারের অবস্থা শোচনীয় । ডুমারিয়াঘাটে গণ্ডক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে । সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জানিয়েছে, সীতামারি জেলার রুনিসাইদপুরে বাগমতী নদীর জলস্তর ক্রমে বাড়ছে । আজ সকাল ন'টায় বিপদসীমার উপর পৌঁছে যায় বাগমতীর জলস্তর ।

ABOUT THE AUTHOR

...view details