পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কারফিউ উপেক্ষা করে অসমের রাস্তায় বিক্ষোভ, মোতায়েন সেনা

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের একাধিক জায়গায় বিক্ষোভ । বন্ধ ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ রয়েছে ।

image
ছবি

By

Published : Dec 12, 2019, 12:52 PM IST

Updated : Dec 12, 2019, 2:14 PM IST

গুয়াহাটি, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে স্তব্ধ অসম। লোকসভার পর গতকালই রাজ্যসভায় পাশ হয়েছে বিল । এরপর আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসমের বিক্ষোভ । হাজার হাজার মানুষজন পথে নেমেছে । বন্ধ ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ রয়েছে । কারফিউ উপেক্ষা করে চলছে বিক্ষোভ । এর জেরে একাধিক জায়গায় সেনা মোতায়েন করতে হয়েছে ।

  • অসমের ডিব্রুগড়,গুয়াহাটি জোরহাট, তিনসুকিয়া সহ একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ।
    পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নেমেছে
  • রাজ্যের দশটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ।
  • গতরাতে কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ রামেশ্বর তেলির বাড়ির সীমানার দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে । তাঁর কাকার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই বিষয়ে,কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি নিজেও অসমের বাসিন্দা । আমি এমন কিছু করব না যা অসমের মানুষের ক্ষতি হয় । আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, নাগরিকত্ব সংশোধনী বিল অসমের ভাষা, সংস্কৃতি কোনও কিছুর উপরই প্রভাব ফেলবে না ।
  • অসমের মানুষজনকে বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল । সবাইকে শান্তি বজায় রাখতে বলেছেন তিনি।
  • কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, কলকাতা থেকে ডিব্রুগড়গামী বিমান পরিষেবা বন্ধ রয়েছে ।
  • অসমে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে পাঁচ কলাম সেনা নেমেছে । এদের মধ্যে দু'কলাম সেনা গুয়াহাটিতে মোতায়েন করা হয়েছে । বাকি সেনা তিনসুকিয়া, ডিব্রুগড় ও জোরহাটে মোতায়েন করা হয়েছে ।
    স্তব্ধ অসম
  • ডিব্রুগড় ও গুয়াহাটি বিমানবন্দরে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রয়েছে । পাশাপাশি ত্রিপুরায় তিন কলাম অসম রাইফেল মোতায়েন করা হয়েছে ।
    পাঁচ কলাম সেনা মোতায়েন করা হয়েছে
  • উত্তর-পূর্বের বিক্ষোভ পরিস্তিতি ও আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব দিয়েছেন অধীররঞ্জন চৌধুরি, কে সুরেশ এবং গৌরব গগৈ ।
  • অসম ও ত্রিপুরায় রণজি ট্রফির ম্যাচ স্থগিত রাখা হয়েছে । গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফ সি ও চেন্নাইয়ান FC-র মধ্যে ফুটবল ম্যাচ স্থগিত রয়েছে ।
  • গুয়াহাটি থেকে ঊর্ধ্ব অসমের দিকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ।
  • বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখায় গতকাল হাসপাতালে যাওয়ার পথে একটি দুইমাসের শিশুর মৃত্যু হয় । ধলাই জেলায় বিক্ষোভকারীরা একাধিক দোকান পুড়িয়ে দেয় ।
    রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে মানুষজন
  • গতরাতে মুখ্যমন্ত্রীর নিজের শহর ডিব্রুগড়ের ছাবুয়ায় একটি স্টেশনে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা । ভাঙচুর চালানো হয় তিনসুকিয়া জেলার পানিটোলা স্টেশনেও ভাঙচুর চালানো হয় ।
    একাধিক জায়গায় চলছে বিক্ষোভ, দোকানপাট বন্ধ
  • ডিব্রুগড় ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে ।
    একাধিক জায়গায় 144 ধারা জারি
  • দিন কয়েক ধরে বনধ চলছে গুয়াহাটি সহ একাধিক জায়গায় । সমস্ত দোকানপাট বন্ধ । নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO), অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (AASU) ছাড়াও SFI, DYFI, AIDWA, AISF, AISA সহ একাধিক বাম সংগঠন পথে নেমেছে ।
Last Updated : Dec 12, 2019, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details