গুয়াহাটি, 22 মে : ইমিউনিটি বুস্টার হিসেবে অসম চায়ের জেনেরিক প্রচার করা হোক । প্রথম আন্তর্জাতিক চা দিবসে টি বোর্ডের কাছে আবেদন চা শিল্পের সঙ্গে যুক্তদের ।
নর্থ ইস্ট টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিদ্যানন্দ বরকাকোটি বলেন, গোটা বিশ্বে কোরোনার বিরুদ্ধে লড়াই চলছে । তাই ইমিউনিটি বুস্টার হিসেবে অসমের চায়ের জেনেরিক প্রচার শুরু করার সেরা সময় এটি । তিনি বলেন, "আমরা ইমিউনিটি বুস্টার হিসেবে অসম চায়ের জেনেরিক প্রচার শুরু করতে টি বোর্ডের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের AYUSH মন্ত্রকের কাছেও আমরা যাচ্ছি ।"