পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ 19 লাখ নাগরিকের নাম - ASSAM

অসমে চূড়ান্ত NRC প্রকাশ, বাদ 19 লাখ নাগরিকের নাম । রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ।

অসমে NRC চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ 19 লক্ষ নাগরিকের নাম

By

Published : Aug 31, 2019, 10:30 AM IST

Updated : Aug 31, 2019, 11:54 AM IST

গুয়াহাটি, 31 অগাস্ট : উদ্বেগ আর আশঙ্কা ছিল সকাল থেকেই ৷ NRC-তে নাম থাকবে কি না, তা নিয়েই চিন্তায় ছিলেন অসমবাসী ৷ অবশেষে অসমে চূড়ান্ত তালিকা প্রকাশ পেল আজ ৷ 19 লাখ 6 হাজার 657 জন নাগরিকের নাম বাদ পড়ল তালিকা থেকে ৷ আজ সকাল 10টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৷ তালিকায় রয়েছে 3 কোটি 11 লাখ 21 হাজার 4 জনের নাম ৷ তালিকা প্রকাশ ঘিরে আজ সকাল থেকে অসম জুড়ে কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷ 60 হাজার পুলিশ ও 20 হাজার আধা সামরিক বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছে ।

3.29 কোটি মানুষ নাগরিকপঞ্জিতে নাম নথিভুক্তির জন্য আবেদন করেছিলেন । গত বছরের 30 জুলাই এই তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 40 লাখ আবেদনকারীর নাম । চলতি বছরের 26 জুন তালিকা থেকে আরও প্রায় এক লাখ নাম বাদ পড়ে । অবশেষে আজ প্রকাশিত হল তালিকা ৷ তালিকা প্রকাশের আগে কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয় অসমকে ৷

রাজ্যে গুয়াহাটি সহ সমস্ত স্পর্শকাতর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । গুজবে কান না দেওয়ার জন্য অসম পুলিশের তরফে আবেদন করা হয়েছে । অসমের উত্তর-পূর্ব অংশের নিরাপত্তা জোরদার করা হয়েছে । 2013 সালে সুপ্রিম কোর্ট জাতীয় নাগরিকপঞ্জি সংশোধন করতে নির্দেশ দিয়েছিল। এর ফলে অসমের 3 কোটি 30 লক্ষ বাসিন্দাকে প্রমাণ করতে বলা হয়, 1971 সালের 24 মার্চের আগে তাঁরা অথবা তাঁদের পরিবারের সদস্যরা ভারতীয় ছিলেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, অসম জুড়ে প্রাথমিক ভাবে এক হাজার ট্রাইবুনাল চালু করা হবে । ইতিমধ্যেই 100 ট্রাইবুনাল চালু রয়েছে । সেপ্টেম্বরের মধ্যে সংখ্যাটা আরও 200 বাড়ানো হবে । তারপর ধাপে ধাপে সেই সংখ্যা এক হাজারে নিয়ে যাওয়া হবে । চূড়ান্ত তালিকায় নাম না থাকলে 120 দিনের মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করা যাবে ।

কেউ ট্রাইবুনালে হেরে গেলে হাইকোর্টে যেতে পারবেন । সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে । কিন্তু দীর্ঘ এই আইনি প্রক্রিয়া চলাকালীন যাঁদের নাম তালিকায় ওঠেনি, তাঁরা কী অবস্থায় থাকবেন ? এ বিষয়ে কেন্দ্রের আশ্বাস, কাউকেই ডিটেনশন সেন্টারে রাখা হবে না ৷ প্রত্যেককে উপযুক্ত আইনি অধিকার দিতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর ।

Last Updated : Aug 31, 2019, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details