গুয়াহাটি, 22 অক্টোবর : দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি মিলবে না । গতকাল মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিল অসম সরকার ৷ শুধু তাই নয়, গতকাল মন্ত্রীসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 2021 সালের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকরী হবে ।
দুইয়ের বেশি সন্তান থাকলে পাওয়া যাবে না সরকারি চাকরি - অসম
জনসংখ্যা থেকে পরিবহন সবক্ষেত্রেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম সরকার । 2021 সালের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকরী হবে ।
গতকাল ক্যাবিনেট বৈঠকে নতুন জমি নীতিও গ্রহণ করা হয় । এই নীতি অনুযায়ী ভূমিহীন আদিবাসী মানুষকে 3 বিঘা চাষের জমি দেওয়া হবে । পাশাপাশি অর্ধেক বিঘা জমি দেওয়া হবে বাড়ির জন্য । শুধু তাই নয়, এই নীতির সুবিধাভোগীরা সরকারের দেওয়া এই জমি 15 বছর ব্যবহার করার পর বিক্রি করতে পারবেন ।
পরিবহন সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয় গতকালের বৈঠকে । বাস ভাড়া 25 শতাংশ বাড়ানোর কথা জানান ক্যাবিনেট সদস্যরা । শিক্ষাবিদ ইন্দিরা মিরির নামে তৈরি একটি প্রকল্পের আওতায় বিধবারা প্রতি মাসে 300 টাকা করে ভাতা পাবেন । এই প্রকল্পের আওতায় যে মহিলারা চলতি বছরের 1 এপ্রিল বা তার মধ্যে বিধবা হয়েছেন তাঁরা এককালীন 25 হাজার টাকাও পাবেন । পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে 1277 টি নতুন পদ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও অটল অমৃত যোজনার আওতায় জাপানিস এনসেফ্যালাইটিসে আক্রান্ত যাদের অবস্থা গুরুতর তাঁদের সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ।