গুয়াহাটি (অসম), 26 জুলাই : অসমে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । একাধিক নদীতে জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে নগাওঁ জেলার একাধিক স্কুল, জলসরবরাহ প্রকল্প এবং অন্যান্য সরকারি দপ্তর জলের তলায় চলে গেছে । শুক্রবার পর্যন্ত রাজ্যে বন্যায় 96 জনের মৃত্যু হয়েছে । ক্ষতিগ্রস্ত 26 লাখেরও বেশি মানুষ ।
অসমের প্রায় 27টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত 26.37 লাখ মানুষ ।