গুয়াহাটি, 18 জুলাই : বন্যার জেরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি অসমে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 37 । এদের মধ্যে 10 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে । গত কয়েকদিন ধরে বানভাসি অসমের 33 টি জেলা । লাগাতার বৃষ্টির জেরে ক্রমশই পরিস্থিতি খারাপ হচ্ছে উত্তর পূর্বের এই রাজ্যের । প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । নজর রাখা হচ্ছে আবহাওয়ার দিকেও ।
প্রশাসনিক সূত্রে খবর, বন্যায় 4626 টি গ্রাম জলের তলায় । ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ । এক লাখ একান্ন হাজার মানুষকে ইতিমধ্যেই ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে । বন্যার হাত থেকে রক্ষা পায়নি জীবজন্তুরাও । কাজিরাঙা ন্যাশনাল পার্কের 90 শতাংশই জলমগ্ন । ফলে সেখানে বন্য প্রাণীদের মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এই সংক্রান্ত আরও খবর : বিছানায় শুয়ে বাঘ !