ডিব্রুগড় (অসম ), 27 জুন : একটানা বৃষ্টিতে বেড়েছে ব্রহ্মপুত্রের জলস্তর ৷ বাড়তি জলস্তরের কারণে বর্তমানে অসমের 16টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । তার জেরে বিপর্যস্ত জনজীবন ৷ পাশাপাশি জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছে কাজিরাঙা ও পবিত্ররা অভয়ারণ্যের প্রাণীরা ৷
টানা বৃষ্টিতে অসমের ডিব্রুগড়ে প্রায় 25 হাজার মানুষের জীবন বিপর্যস্ত। জলমগ্ন হয়ে পড়েছে ডিব্রুগড়ের যোগাযোগের রাস্তাগুলি। বিশেষ করে প্লাবিত হয়েছে শহরের উত্তরদিক ৷ ডাঙ্গরি নদীর উপর আরসিসি সেতু জলের তোড়ে ভেঙে গেছে ৷ জেলা প্রশাসন ও অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের (ASDMA ) পক্ষ থেকে ইতিমধ্যেই 142 টি ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে বর্তমানে 18 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ৷