ভুবনেশ্বর ও পটনা, 27 জুলাই : বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে অসম ও বিহারে । আজ অসমে বন্যায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দুই রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40 লাখ মানুষ ।
অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ASDMA) দেওয়া তথ্য অনুযায়ী , অসমে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 102 । এছাড়াও চলতি বছরের মে মাস থেকে ভারী বৃষ্টি ও ধসে আরও 26 জনের মৃত্যু হয়েছে ।
অসমের 23টি জেলার 2265টি গ্রামের 25 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । সবথেকে বেশি ক্ষতি হয়েছে গোয়ালপাড়ায় । সেখানে ক্ষতিগ্রস্ত প্রায় 4 লাখ 70 হাজার মানুষ । তারপরই বরপেটা । ক্ষতি হয়েছে 3 লাখ 95 হাজার মানুষের । মরিগাঁওয়ে তিন লাখ 33 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । রাজ্যের 16টি জেলায় মোট 457 টি ত্রাণ শিবির খোলা হয়েছে । সেখানে আশ্রয় নিয়েছে প্রায় 46 হাজার মানুষ ।