গুয়াহাটি, 16 জুলাই : বানভাসি অসম । লাগাতার বৃষ্টিতে জলের তলায় প্রায় অর্ধেক ডুবে রয়েছে উত্তর-পূর্বের এই রাজ্য । এখনও পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে সেখানে । বিপন্ন প্রায় 44.76 লাখ মানুষ । এমন পরিস্থিতিতে সেখানে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর । তবে এখনই পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই, বরং আগামী 24 ঘণ্টায় অবিরাম বৃষ্টি চলবে এবং তাতে জলস্তর আরও বাড়তে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে । গত সপ্তাহেই ব্রহ্মপুত্রের জলস্তর বিপদসীমা ছাড়িয়েছিল । উজান বাজারে জল উঠে এসেছে রাস্তার উপরেও । এই মুহূর্তে গুয়াহাটিতে নদীর জলস্তর 2-3 সেন্টিমিটার করে বাড়ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জল কমিশনের সাদিকুল হক । 33টি জেলার মধ্যে 32টি জেলাই জলের তলায় ।
এখনও পর্যন্ত ধেমাজিতে 2 জন, গোলাঘাটে 3 জন, বরপেটায় 1 জন, জোড়হাটে 2 জন, ধুবড়িতে 1 জন, গোয়ালপাড়ায় 1 জন, নগাঁওয়ে 2 জন, হাইলাকান্দিতে 1 জন , মোরিগাঁওয়ে 4 জন মারা গিয়েছেন । আজ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বন্যাবিধ্ব্স্ত মাজুলি পরিদর্শন করেন । রাজ্যের জন্য কেন্দ্রের তরফে 251.5 কোটি টাকা ত্রাণের ঘোষণা করেছেন তিনি ।
মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যানও । সংকটে বন্যপ্রাণীরাও । দু'দিন আগেই মাজুলি থেকে 4টি হরিণকে উদ্ধার করা হয়েছে । জলের তোড়ে ভেসে যাচ্ছিল প্রাণীগুলি । পরে লখিমপুর এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তাদের । প্রায় 150টি হাতি খাদ্য সংকটে ভুগছে ওই এলাকায়। বনদপ্তরের তরফে জানানো হয়েছে একথাই ।