অসম, 26 জুন : অসমে ফের বাড়ল লকডাউনের সময়সীমা। এই রাজ্যে কোরোনা আক্রান্তের শীর্ষে রয়েছে কামরূপ জেলা। তাই 28 জুন মধ্যরাত থেকে আগামী 14 দিন কামরূপ মেট্রোপলিটনে লকডাউনের ঘোষণা করল অসম সরকার। পাশাপাশি রাজ্যের সমস্ত শহরাঞ্চলে সপ্তাহান্তে লকডাউন বহাল থাকবে। উত্তর-পূর্ব অসমে প্রতিনিয়ত যেভাবে কোরোনা সংক্রমণ বাড়ছে তা রুখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
অসমের কামরূপে আরও দু'সপ্তাহ বাড়ল লাকডাউন - অসমে বাড়ল লকডাউন
কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে 28 জুন মধ্যরাত থেকে আগামী 14 দিন পর্যন্ত কামরূপ জেলায় পূর্ণ লকডাউন ঘোষণা করল অসম সরকার। শুধুমাত্র খোলা থাকবে ওষুধের দোকান।
তিনি জানিয়েছেন, "যেভাবে কামরূপ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা রুখতে ওই জেলায় পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। 28 জুন মধ্যরাত থেকে এই লকডাউন লাগু হবে। চলবে আগামী 14 দিন । কামরূপে লকডাউন চলাকালীন শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। "
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অসমের শহরাঞ্চলগুলিতে লকডাউন থাকবে শুধুমাত্র শনি ও রবিবার। সপ্তাহান্ত লকডাউন জারি থাকে রাজ্যের সবকটি শহর ও পৌর এলাকাগুলিতে। পাশাপাশি প্রতিদিন রাত 7টা থেকে সকাল 7টা পর্যন্ত রাজ্যজুড়ে কার্ফু জারি থাকবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনুযায়ী, অসমে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 6,321 এবং মৃত্যু হয়েছে 6 জনের। বর্তমানে অসমে সক্রিয় কোরোনা আক্রান্ত রয়েছেন 2,279 এবং মোট 8,033 জন কোরোনা আত্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।