গুয়াহাটি, 19 অগাস্ট : প্রতি বছর তার জন্মদিন পালন করা হয় বেশ ধুমধাম করেই ৷ জন্মদিন উপলক্ষ্যে হাজির হয় কয়েক শো মানুষ ৷ গ্রামের সবথেকে প্রাচীন বট গাছের জন্মদিন বলে কথা ! তাই আয়োজনের কোনও ত্রুটি থাকে না ৷ অসমের বারপোয়েতা জেলার জালিখাতা গ্রাম ৷ সেখানেই রয়েছে এই শতাব্দী প্রাচীন গাছ ৷ যাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বটগাছ হিসেবে ধরা হয় ৷ তবে, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ভাঙনের ফলে ক্ষতির মুখে পড়তে চলেছে গাছটি ৷ স্থানীয়দের আশঙ্কা, ভাঙন এভাবে বাড়তে থাকলে রক্ষা করা যাবে না গাছটিকে ৷ যা নিয়ে চিন্তিত এলাকার লোকজন ৷
নদী ভাঙনের জের, ক্ষতির মুখে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বটগাছ - অসম
কথিত আছে বটগাছটি প্রায় 200 বছর আগে রোপন করা হয় ৷ উচ্চতায় 155 মিটার ৷ গ্রামের প্রায় 5 বিঘা জমিজুড়ে রয়েছে গাছটি ৷ বটগাছের পাশে অবস্থিত শিবমন্দিরটিতে ভক্তের আনাগোনা লেগেই থাকে ৷
শোনা যায় বটগাছটি প্রায় 200 বছর আগে রোপন করা হয় ৷ উচ্চতায় 155 মিটার ৷ গ্রামের প্রায় 5 বিঘা জমিজুড়ে বিস্তৃত ৷ বটগাছের পাশে অবস্থিত শিবমন্দিরটিতে ভক্তদের আনাগোনা লেগেই থাকে ৷ পর্যটকরা আসে ৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভিড় লেগেই থাকে ৷
বটগাছটি থেকে মাত্র 30 মিটার দূরে রয়েছে কালদিয়া নদী ৷ এই নদীর ভাঙনের ফলে ক্ষতির মুখে পড়েছে সংলগ্ন এলাকা ৷ বিপদ বাড়ছে শতাব্দী প্রাচীন বটগাছটিরও ৷ স্থানীয় এক বাসিন্দা বলেন, "কালদিয়া নদীর ফলে ভাঙনের মুখে পড়েছে এলাকার অনেক অংশ ৷ আর এই গাছটি নদী থেকে মাত্র 30 মিটার দূরে অবস্থিত ৷ যার ফলে এই বটগাছটি রক্ষা করা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে ৷ তাই অসম সরকারের কাছে আমাদের অনুরোধ, নদীর ভাঙন রোধের জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয় ৷ তাহলেই শতাব্দী প্রাচীন গাছটি রক্ষা করা যাবে ৷"