দিল্লি, 28 মে : ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ (ASI) নবম শতাব্দীতে তৈরি বেলেপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করল । ভিয়েতনামে মাই সন প্রোজেক্ট চলাকালীন শিবলিঙ্গটি উদ্ধার করা হয় । ভিয়েতনামে কুয়াং নাম প্রদেশে চাম মন্দির চত্বর থেকে শিবলিঙ্গটি আবিষ্কার করা হয় । পরিত্যক্ত এই মন্দিরটির এখন কেবল ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ASI-র এই কাজের প্রশংসা জানিয়েছেন । ভারত ও ভিয়েতনামের সভ্যতা সংযোগকে নিশ্চিত করে এই আবিষ্কার ।