নালন্দা, 3 জানুয়ারি : আশুতোষ কুমার মানভ ৷ বিহারের হিলসার এই সমাজকর্মীর স্বপ্ন প্লাস্টিকমুক্ত দেশ গড়া ৷ আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই বাড়ি বাড়ি গিয়ে চালাচ্ছেন প্রচার ৷ প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করছেন স্থানীয়দের ৷
আশুতোষ জানান, ছোটো থেকেই সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷ বন্ধুদের সঙ্গে মিলে প্রতিসপ্তাহে রবিবার এলাকায় নিকাশি নালা পরিষ্কারের কাজ করতেন ৷ বলেন, "আমরা দেখেছি নিকাশি নালায় জল জমে যাওয়ার মূল কারণ ছিল প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ৷ নালির মুখে সেগুলি আটকে গিয়ে জল যাওয়ায় বাধা দিত ৷ তাই তখন থেকে আমরা নিজেরাই প্লাস্টিকের ব্যবহার বন্ধের জন্য প্রচার শুরু করি ৷ " তাঁর বার্তা, "প্লাস্টিক, পলিথিনের বদলে কাপড়ের বা চটের ব্যাগ ব্যবহার করুন ৷ তাহলেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব ৷ "
বেশিরভাগ সময় নালন্দা জেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান তিনি ৷ প্লাস্টিক দূষণ এবং তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করেন ৷ শুধু বড়দের নয়, স্কুল ও কলেজ পড়ুয়াদেরও প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতার পাঠ দেন ৷ পড়ুয়া এবং তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন ৷ বোঝান প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশের কী ধরনের ক্ষতি হচ্ছে ৷ পরিবেশবান্ধব নয় এমন প্লাস্টিকের তৈরি সামগ্রীর ব্যবহার বন্ধ করার জন্য তাদের অঙ্গীকারবদ্ধ করেন ৷ আশুতোষের এই নিরলস প্রচেষ্টা পড়ুয়াদের উপরেও ইতিবাচক প্রভাব ফেলেছে ৷ তারাও এখন অন্যদের সচেতন করে । নিষেধ করে প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে ৷
এর আগে বিহার জুড়ে 'গুটখা ছাড়ো' সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন আশুতোষ ৷ বর্তমানে স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন হরিয়ালি অভিযানের সঙ্গে যুক্ত তিনি ৷ দেশ ও সমাজসেবায় জীবন উৎসর্গ করেছেন আশুতোষ ৷ জানান, "আমি স্থির করেছি সমাজসেবায় নিজের জীবনকে নিয়োজিত করব ৷ তাই প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না, রাজনীতিতেও যোগ দেব না ৷ "