পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা আতঙ্ক, শারীরিক পরীক্ষা 96 বিমানের 20 হাজার যাত্রীর - করোনা ভাইরাস

করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এখনও অবধি পরীক্ষা করা হল মোট 96 টি বিমানের 20 হাজার 488 যাত্রীকে ৷ ভারতে এখনও এই ভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনজনকে ৷

corona virus symptoms
করোনা আতঙ্ক, শারীরিক পরীক্ষা 96 বিমানের 20488 জনের

By

Published : Jan 24, 2020, 11:12 PM IST

দিল্লি, 24 জানুয়ারি : নোভেল করোনা ভাইরাস আতঙ্ক ৷ এই ভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা 25 ৷ আক্রান্তের সংখ্যা প্রায় 830 জন ৷ পরীক্ষা নিরীক্ষা চলছে চিন থেকে এদেশে আসা যাত্রীদের ৷

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়, এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে আজ 19 টি বিমানের মোট 4082 যাত্রীকে পরীক্ষা করা হয় ৷ আজ অবধি 96 টি বিমানের মোট 20 হাজার 488 যাত্রীকে পরীক্ষা করা হয়েছে ৷ যদিও এদেশে এই ভাইরাসের সংক্রমণ এখনও পাওয়া যায়নি ৷ তবে তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

করোনার সংক্রমণ আটকাতে ইউহান সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চিনের এক সরকারি বিবৃতিতে হুবেই শহরের হুয়াংগ্যাং, অ্যাজ়হো, ইহাইজিয়াং, কি ইয়াং জিয়াং ও ইউহান শহরে সমস্ত সরকারি পরিবহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷

ইউহান থেকেই প্রথম এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ৷ তারপর ইউহান শহরটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শহরের বাইরে যাওয়ার সমস্ত রেল ও বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ইউহানের মতো হুয়াংগ্যাংশহরকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনের প্রশাসন ৷ পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শহরের বাইরে যাওয়ার সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

এই সংক্রান্ত খবর : করোনা সংক্রমণে মৃত বেড়ে 25, বন্ধ ইউহান সহ 5 শহর

বেজিংয়ে ভারতীয় দূতাবাসের তরফে ইউহান সহ অন্যান্য এলাকায় বসবাসরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ পাশাপাশি সবরকম সাহায্যের জন্য +8618612083629 ও +8618612083617 , দু'টি হটলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস ৷ চিনে বসবাসকারী ভারতীয়দের নোভেল করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য নির্দেশিকাও জারি করেছে ভারতীয় দূতাবাস ৷

ABOUT THE AUTHOR

...view details