দিল্লি ,11 মে : হিজবুল জঙ্গিদের প্রধান হলেন 55 বছর বয়সী গাজি হায়দার ৷ প্রসঙ্গত উল্লেখ্য, 6 মে সেনাবাহিনীর হাতে মারা যান হিজবুল জঙ্গিদের প্রধান রিয়াজ নাইকো ৷ যিনি পেশায় ছিলেন অঙ্কের শিক্ষক ৷ নতুন জঙ্গি প্রধানকে উদ্দেশ্য করে , খানিকটা মজা আর বেশিটাই হুমকি দিয়ে টুইট করলেন কাশ্মীরের প্রাক্তন 15 কপস কমান্ডার এবং ডিফেন্স ইন্টেলিজন্স এজেন্সির প্রধান লেফটেনেন্ট কে.জে.এস ধিলঁ৷ টুইটে তিনি লিখলেন , "কতও গাজি এল, কত গাজি গেল" ৷
কতও গাজি এল-গেল, হিজবুল প্রধান নিয়োগে কটাক্ষ প্রাক্তন কমান্ডারের - সেনাবাহিনী
পুলওয়ামাতে সেনাবাহিনীর দ্বারা জঙ্গি ঘাঁটি উৎখাতের সাফল্য তাঁর হাত ধরেই ৷ বেশিরভাগ জঙ্গিই নিধন হয়েছে তাঁর নেতৃত্বেই ৷
মাত্র দুমাস আগেও কাশ্মীরে সেনাবাহিনীর জঙ্গি উৎখাতের মিশনের নেতৃত্ব দিয়েছেল এই 15 কপস কমান্ডার প্রধান , কে.জে.এস ধিলঁ ৷ পুলওয়ামাতে সেনাবাহিনীর দ্বারা জঙ্গি আক্রমণের সাফল্য তাঁর হাত ধরেই ৷ বেশিরভাগ জঙ্গি নিধন হয়েছে তাঁর নেতৃত্বেই ৷
হিজবুল জঙ্গিদের প্রধান রিয়াজ নাইকোকে মারা যাওয়ার পর, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিফ অফ ডিফেন্স স্টার্ফ জেনারেল, বিপিন রাওয়াত জানান ," যখন কোনও জঙ্গি প্রধান মারা যান তখনই উপত্যকার জঙ্গিদের উপর চাপ সৃষ্টি হয়ে ওই পদে নতুন কাউকে নিয়োগ করতে ৷ " তিনি আরও দাবি করেন যে ," গাজি হায়দারকে নিয়োগ করতে অর্থ এসেছে পাকিস্তান থেকেই ৷ "