পশ্চিমবঙ্গ

west bengal

370 ধারা নিয়ে কেন্দ্রকে সমর্থন কেজরিওয়ালের

By

Published : Aug 5, 2019, 3:11 PM IST

Updated : Aug 5, 2019, 4:09 PM IST

কাশ্মীর ইশুতে কেন্দ্রকে সমর্থন কেজরিওয়ালের ৷

370 ধারা নিয়ে কেন্দ্রকে সমর্থন, চমক কেজরিওয়ালের

দিল্লি, 5 অগাস্ট : বাতিল হয়েছে সংবিধানের 370 ধারা । রাজ্যের তকমা হারিয়েছে জম্মু ও কাশ্মীর । বিরোধীদের হট্টগোলে শোরগোল সংসদ চত্বর ৷ এরই মাঝে উলটো সুর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ সমর্থন করলেন জম্মু-কাশ্মীর পুনর্গঠনের এই বিলটিকে ৷ বললেন, এর ফলে উপত্যকায় শান্তি বজায় থাকবে বলে আশা করেন তিনি ৷

এর আগে, নানা সময় বিভিন্ন ইশুতে নরেন্দ্র মোদি সরকারের তুমুল সমালোচনা করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে । তবে কাশ্মীর প্রসঙ্গে তাঁর মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই ।

কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা । মেহবুবা মুফতি বলেছেন, 'ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম দিন । 370 ধারা বাতিল করা অসাংবিধানিক সিদ্ধান্ত । ', গুলাম নবি আজাদ বলেছেন, গণতন্ত্রকে খুন করা হয়েছে এই বিলের মাধ্যমে৷ সেখানে একমাত্র অরবিন্দ কেজরিওয়ালই টুইট বার্তায় সমর্থন জানান বিলকে ৷

Last Updated : Aug 5, 2019, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details