পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডেঙ্গির বিরুদ্ধে যুদ্ধ জিতেছে দিল্লি : কেজরিওয়াল - মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

টুইটারে একটি ভিডিয়ো মেসেজ পোস্ট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে তিনি বলেন, "2015 সালে প্রায় 15 হাজার ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল এবং 60 জন মারা গিয়েছিল ৷ কিন্তু এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 1100 তে নেমে এসেছে এবং আক্রান্তরা কেউ মারা যাননি ৷ এটা আমাদের কাছে একটা সাফল্য ৷"

অরবিন্দ কেজরিওয়াল

By

Published : Nov 11, 2019, 4:52 AM IST

Updated : Nov 11, 2019, 7:53 AM IST

দিল্লি, 11 নভেম্বর : দিল্লিতে এবছর মশা বাহিত রোগের কারণে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷ প্রায় 1100 জন ডেঙ্গিতে আক্রান্ত হলেও কেউ মারা যাননি বলে রবিবার জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

টুইটারে একটি ভিডিয়ো মেসেজ পোস্ট করেন অরবিন্দ ৷ সেখানে তিনি বলেন, "2015 সালে প্রায় 15 হাজার ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল এবং 60 জন মারা গিয়েছিল ৷ কিন্তু এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 1100 তে নেমে এসেছে এবং আক্রান্তরা কেউ মারা যাননি ৷ এটা আমাদের কাছে একটা সাফল্য ৷"

1 সেপ্টেম্বর অরবিন্দ কেজরিওয়াল একটি ক্যাম্পেন শুরু করেছিলেন ৷ যার নাম 'দশ হাফতে, দশ বজে, দশ মিনিট' ৷ তাঁর এই প্রচার অনুসরণ করায় দিল্লিবাসীর প্রশংসা করেন তিনি ৷

"ডেঙ্গির বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য" দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "আমি দিল্লির জন্য গর্বিত ৷ ডেঙ্গিতে শতাধিক দেশ আক্রান্ত ৷ কেউ ডেঙ্গি নিরাময়ের বিষয়টি বুঝতে পারেনি ৷ তবে, দিল্লি ডেঙ্গি নিরাময়ের পথ দেখিয়েছে ৷"

ভিডিয়োতে তিনি আরও বলেন, "দিল্লিবাসীকে আমি অভিনন্দন জানাতে চাই ৷ 10 সপ্তাহ আগে ডেঙ্গির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রচার শুরু করেছি ৷ আমাদের বাড়িগুলি পরিদর্শনের জন্য এই ক্যাম্পনের শেষ রবিবার এটি ৷ আমরা ডেঙ্গির বিরুদ্ধে যুদ্ধে জিতেছি ৷"

তিনি জানান, গত সপ্তাহ পর্যন্ত এই রোগের 1100-রও কম রিপোর্ট হয়েছে এবং এই রোগের কারণে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷

তিনি বলেন, "দিল্লিবাসীরা একটি বিশাল কাজে অংশ নিয়েছিল ৷ এমনকি, তারকারা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, ক্রিড়াবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছিলেন ও শুভেচ্ছা জানিয়েছিলেন ৷ বাইরে থেকেও বহু মানুষ শুভেচ্ছা পাঠিয়েছিলেন ৷ আমাদের সাফল্য কামনা করেছিলেন ৷"

Last Updated : Nov 11, 2019, 7:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details