পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ছে সংক্রমণ, দিল্লিতে বাজার এলাকা বন্ধের অনুমতি চায় কেজরি-সরকার - কোরোনা হটস্পট

শুরু হয়েছে থার্ড ওয়েভ ৷ দিল্লির বাজার চত্বরগুলি ফের কয়েকদিনের জন্য বন্ধ রাখার অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল

By

Published : Nov 17, 2020, 9:23 PM IST

দিল্লি, 17 নভেম্বর : ফের বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ সংক্রমণ ঠেকাতে তাই কয়েকদিনের জন্য বাজার চত্বরগুলি বন্ধ রাখার অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পাশাপাশি বিয়ে বা অন্য যে কোনও অনুষ্ঠান বাড়িতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ফের 50 জনে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে ৷

আজ সংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল জানান, শহরে ইতিমধ্যেই কোরোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গেছে ৷ কিন্তু ফের একবার লকডাউন লাগু করা হবে না ৷ বলেন, "আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তাই আমরা কেন্দ্রের কাছে প্রস্তাব রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকার কয়েকদিনের জন্য সেই সমস্ত বাজার এলাকা বন্ধ রাখবে যেখানে সামাজিক দূরত্ব বিধি ঠিকমতো মানা হচ্ছে না ৷ "

তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী দিল্লিতে বিয়ে বা যে কোনও অনুষ্ঠান বাড়িতে সর্বাধিক 200 জনকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ওই সংখ্যা কমিয়ে 50 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অনুমোদনের জন্য উপ রাজ্যপালের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে ৷ আশা করছি, তিনি শীঘ্রই অনুমতি দেবেন ৷ "

ABOUT THE AUTHOR

...view details