দিল্লি, 1 নভেম্বর : রাজধানীবাসীর স্বাস্থ্যর কথা ভেবে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হল দিল্লির প্রশাসনের তরফে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত ৷ দীপাবলির পর থেকেই লাগাতার বেড়ে চলেছে দূষণের মাত্রা ৷ সেকথা মাথায় রেখেই 5 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হল সমস্ত স্কুল ৷ দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে।
দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি আজ টুইট করেন, 'প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷'
দিল্লিতে দূষণের মাত্রা বাড়ার পেছনে হরিয়ানা ও পঞ্জাব সরকারকেই তিনি মূলত দোষ দিলেন ৷ তিনি টুইট বার্তায় লেখেন, 'খট্টর ও ক্যাপ্টেন সরকার কৃষকদের খড় পোড়াতে বাধ্য করছে, যার ফলে দিল্লিতে দূষণ আরও বাড়ছে ৷ গতকাল দিল্লিবাসীরা পঞ্জাব ও হরিয়ানা ভবনে প্রতিবাদ করেছিলেন ৷ সেখানকার সরকারের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন ৷'