পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অরুণ জেটলি, সুষমা স্বরাজ : মস্তিষ্ক, মুখকে হারিয়ে আজ একলা মোদি 2.0 ! - মোদি 2.0-তে এবার যে একলা চলার পালা

বিদায় নিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ একজন ছিলেন মস্তিষ্ক তো আর একজন মানবিক মুখ ৷ যার বিকল্প হয়তো আর খুঁজে পাবেন না  নরেন্দ্র মোদি ৷ তাই কোথাও যেন মোদি 2.0 সরকারে এই শূন্যস্থান থেকে যাবে ৷ দুই বিশ্বস্ত বন্ধুকে হারিয়েছেন মোদি । মোদি 2.0-তে এবার যে একলা চলার পালা ।

ফাইল ফোটো

By

Published : Aug 24, 2019, 3:29 PM IST

Updated : Aug 24, 2019, 4:48 PM IST

দিল্লি, 24 অগাস্ট : এক মাসের মধ্যেই নক্ষত্র পতন ৷ বিদায় নিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ একজন ছিলেন মস্তিষ্ক তো আর একজন মানবিক মুখ ৷ যার বিকল্প হয়তো আর খুঁজে পাবেন না নরেন্দ্র মোদি ৷ তাই কোথাও যেন মোদি 2.0 সরকারে এই শূন্যস্থান থেকে যাবে ৷ একজনের ক্ষুরধার বুদ্ধি এবং অন্যজনের জনপ্রিয়তার অনুপস্থিতি অনুভব করতে পারবে মোদির ক্যাবিনেট ৷

বিরোধীদের রীতিমতো দিশেহারা করে দিয়ে আবার ক্ষমতায় ফিরেছে মোদি সরকার৷ 2014 অর্থাৎ প্রথমবার সরকারে মোদি মন্ত্রিসভার অন্যতম বিশ্বস্ত মুখ ছিলেন অরুণ জেটলি ৷ ঘনিষ্ঠতাও অনেকদিনের ৷ তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি ৷ সেই সময় থেকে দু'জনের সম্পর্ক ৷ BJP-র সেই সময়ের কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে একজন ছিলেন অরুণ জেটলি, যিনি মোদির মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রত্যক্ষ করেছিলেন ৷ বুঝেছিলেন সুদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে পারেন মোদি ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : প্রয়াত অরুণ জেটলি

রাজনৈতিক মহলের একাংশের মতে, 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে BJP-র তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত করার ক্ষেত্রে অরুণ জেটলির ভূমিকা ছিল অন্যতম ৷ এমন কী, এক্ষেত্রে তিনি দলের বর্ষীয়ান নেতা আদবানি ও এম এম জোশীকেও কোণঠাসা করেছিলেন বলে শোনা যায় ৷ রাজনৈতিক মহলের মতে, 2014 সালের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোদির পর ক্যাবিনেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য নাম ছিল অরুণ জেটলি ৷

অরুণ জেটলির আমলেই অধিকাংশ যোজনা বাস্তবায়িত হয় ৷ জন ধন যোজনা, আধার সংযুক্তিকরণ, নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ও সেগুলিকে বাস্তবায়িত করা হয় তাঁর আমলে ৷ কঠিন পরিস্থিতি সামলাতেন সহজেই । নিজের কাঁধে তুলে নিয়েছিলেন দায়ভার ৷ তা সে নোট বাতিল, GST কিংবা রাফাল চুক্তি নিয়ে চলা দীর্ঘমেয়াদি বিতর্ক হোক ৷ তখন তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন না তবুও যখনই রাফাল নিয়ে সরব হয়েছে বিরোধীরা, গর্জে উঠেছেন জেটলি ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : আইনের ছাত্র থেকে মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড : এক বর্ণময় সফর

মোদি সরকারের মাথা যদি অরুণ হন তাহলে তাঁর মানবিক মুখ ছিলেন সুষমা ৷ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতায় দেশ এবং দেশের বাইরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাঁর আমলে 90টির বেশি দেশে সফর করেন মোদি ৷ দেশের কূটনৈতিক সম্পর্কের ভিতকে মজবুত করেছিলেন তিনি ৷ বিদেশের সঙ্গে যে কোনও চুক্তি সইতে তাঁর ভূমিকাও ছিল অনস্বীকার্য ৷

সুষমার হাত ধরে যেন নতুন রূপ পেয়েছিল বিদেশমন্ত্রক ৷ বিদেশ সংক্রান্ত যে কোনও সমস্যায় তাঁর সাহায্য পেয়েছেন সাধারণ মানুষ ৷ সমস্যায় পড়লে টুইট করে সাহায্য চাইতে দেখা গেছে ৷ সমস্যার কথা কানে যেতেই সক্রিয় হয়েছেন সুষমা ৷ একবার এক নেটিজেন মজার টুইট করেন । লেখেন , 'মঙ্গলগ্রহে আটকে গেছি'৷ টুইট দেখে একটুও মেজাজ হারাননি তৎকালীন বিদেশমন্ত্রী ৷ বরং হালকা চালে এর উত্তরও দেন ৷ লেখেন, 'আপনি মঙ্গল গ্রহে আটকে থাকলেও সেখানে ভারতীয় দূতাবাস আপনাকে সহায়তা করবে৷" 2014 সালে বিদেশমন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরই সোশাল মিডিয়াকে অন্যভাবে কাজে লাগিয়েছিলেন সুষমা স্বরাজ ৷ সবসময় সোশাল মিডিয়ায় সক্রিয় থাকতেন ৷ সাহায্য করার জন্য থাকতেন প্রস্তুত ৷ শুধু দেশের নাগরিক বা অনাবাসী ভারতীয় নয়, বিদেশিদের জন্যও ছিল তাঁর অবারিত দ্বার ৷ 2015-র ফেব্রুয়ারিতে ইরানে আটকে পড়া 168 ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছিল তাঁরই তৎপরতায় ৷ 2018-র কথা ৷ কয়েকদিন পরই বিয়ে ৷ কিন্তু, পাসপোর্টের জন্য অ্যামেরিকা থেকে দেশে ফিরতে পারছিলেন না এক যুবক ৷ সাহায্য চাইতেই এগিয়ে আসেন তিনি ৷ 2016 সালে যখন তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল তখনও SOS মেসেজের মাধ্যমে একজনকে সাহায্য করেছিলেন ।

এই সংক্রান্ত আরও পড়ুন : কেউ হারালেন 'বহেনজি', কেউ বা প্রিয় বন্ধু; সুষমার মৃত্যুতে শোকবার্তা আন্তর্জাতিক মহলের

দুই বিশ্বস্ত বন্ধুকে হারিয়েছেন মোদি । মোদি 2.0-তে এবার যে একলা চলার পালা ।

Last Updated : Aug 24, 2019, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details