পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

AIIMS-এ ভরতি অরুণ জেটলি, দেখতে গেলেন মোদি ও অমিত শাহ

হাসপাতালে ভরতি করা হয়েছে অরুণ জেটলিকে ৷ আপাতত তাঁর রক্ত সঞ্চালন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

অরুণ জেটলি

By

Published : Aug 9, 2019, 8:29 PM IST

Updated : Aug 10, 2019, 12:09 AM IST

দিল্লি, 9 অগাস্ট: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ফের হাসপাতালে ভরতি করা হল ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন মন্ত্রীকে আজ দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷ যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

সুস্থ হলেও তখনই নতুন মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা মৌখিকভাবে মোদিকে জানিয়েছিলেন জেটলি ৷ পরে আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্র মোদিকে লিখিত ভাবে জানিয়ে দেন, নতুন সরকারে আর কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি ।

চিঠির একটি কপি টুইটারে পোস্ট করেন প্রাক্তন অর্থমন্ত্রী । তবে সরকারিভাবে না হলেও তিনি যে সরকারের কাজে সব সময় সাহায্য করবেন, সে কথাও জানিয়েছিলেন । সেই আবেদনের কথা বিবেচনা করেই জেটলিকে নতুন মন্ত্রিসভায় নেননি মোদি ৷

Last Updated : Aug 10, 2019, 12:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details