দিল্লি, 12 অগস্ট : কাশ্মীর ইশুতে BJP-কংগ্রেস বাকবিতণ্ডা অব্যাহত ৷ এবার জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমকে একহাত নিলেন BJP নেতা সম্বিত পাত্র ৷ চিদম্বরম কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, জম্মু-কাশ্মীরে বিশেষ সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাই বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ এর উত্তরে চিদম্বরমের মন্তব্যকে উসকানিমূলক, দায়িত্বজ্ঞানহীন ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন সম্বিত ৷
BJP নেতা সম্বিত পাত্রর কথায়, "জম্মু-কাশ্মীরের উন্নতির জন্যই 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর তিনি বলেন, রাহুল গান্ধি, অধীররঞ্জন চৌধুরি, দিগ্বিজয় সিংরা রাজনৈতিক স্বার্থে কাশ্মীর ইশুকে ব্যবহার করছে ৷"