হায়দরাবাদ, 30 মে : এক বছর পূর্ণ হল মোদি 2.0 -র । গতবছর আজকের দিনে দ্বিতীয়বারের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পথ চলা শুরু করে মোদি নেতৃত্বাধীন সরকার । ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার, তাৎক্ষণিক তিন তালাক সংক্রান্ত আইন আনা, নাগরিকত্ব (সংশোধনী) আইনসহ একাধিক পদক্ষেপ করে তারা । এছাড়াও ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় । এইসব কিছুর পাশাপাশি সরকারের পদক্ষেপগুলির বিরুদ্ধে প্রচুর বিক্ষোভ, প্রতিবাদও হয় । সারা দেশের নানা জায়গায় বিক্ষোভে সরব হয় মানুষ ।
দ্বিতীয়বার সরকার গড়ার পর মোদি সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও প্রতিশ্রুতি এক নজরে -
- 370 ধারা -
অগাস্টের 5 তারিখে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার । এবং এই রাজ্যকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে।
- 2022- এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা -
BJP-র অন্যতম প্রতিশ্রুতি ছিল 2022-এর মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করা ।
2016 সালে ন্যাশনাল ব্য়াঙ্ক কৃষি ক্ষেত্রে আয় বাড়ানোর উপর একটি রিপোর্ট পেশ করে । 2017-য় নীতি আয়োগও এর উপর একটি রিপোর্ট তৈরি করে । পরে দেখা যায়, 2018 সালে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কৃষকদের আয় ছিল এত বছরে সবচেয়ে কম । এরপর সরকারের দাবি অনুযায়ী, পি এম কিষান যোজনার আওতায় প্রথম কিস্তিতে 8.52 কোটিরও বেশি কৃষককে মোট 62 হাজার 469 কোটি টাকা দেওয়া হয়েছে ।
- ভারতীয় অর্থনীতিকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে তৈরি করা -
দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে BJP ঘোষণা করে, তাদের লক্ষ্য 2030-এর মধ্যে ভারতীয় অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে তৈরি করা । নতুন ভারত গড়ার অভিযানে, 2025-এর মধ্য়ে পাঁচ ট্রিলিয়ন ডলার ও 2032-এর মধ্যে 10 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা ।
- আইনবিরোধী কার্যকলাপ বন্ধ করার আইন (আন-ল'ফুল প্রিভেনশন অ্যাক্ট )
আইনবিরোধী কার্যকলাপ বন্ধ করার আইন সংশোধনের জন্য বিল পেশ করা হয় । যাতে বলা হয়, কাউকে জঙ্গি চিহ্নিত করা এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হোক । পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির যাতায়াত বন্ধেরও সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকে দেওয়া হোক । 2019-এ এই সংশোধনী বিল লোকসভায় পাস হয় ।
- তাৎক্ষণিক তিন তালাক
তাৎক্ষণিক তিন তালাককে আইন বিরুদ্ধ ঘোষণা করা BJP-র অন্যতম লক্ষ্য ছিল । 2019 সালে তা কার্যকর করতে সক্ষম হয় সরকার ।
- রামমন্দির ইশু