পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গালওয়ানে জখম জওয়ানরা এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন

গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের সাথে সংঘর্ষে জখম ভারতীয় সেনাকর্মীরা সুস্থ আছেন । তাঁরা দ্রুত কাজে যোগ দেবেন ।

image
ভারতীয় সেনা

By

Published : Jun 19, 2020, 1:56 AM IST

দিল্লি, 19 জুন : সুস্থ আছেন গালওয়ান উপত্যকায় জখম ভারতীয় জওয়ানরা ৷ কয়েকদিনের মধ্যেই কাজে যোগ দিতে পারবেন তাঁরা ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সেনার এক আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে । সোমবারের লাদাখের গালওয়ান উপত্যাকায় চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় জওয়ানদের ৷ শহিদ হন 20 জন জওয়ান ৷ জখম হন একাধিকজন ৷ তাঁদের লাদাখের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় ৷

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, জখম জওয়ানের মধ্য়ে 18 জনকে লেহ-র একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ আশা করা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে তাঁরা কাজে যোগ দিতে পারবেন ৷ বাকি জওয়ানরা লাদাখের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁরা এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, সোমবার চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । জানা যায়, ভারতীয় সেনাকর্মীদের উপর লোহার রড, পেরেক গাঁথা কাঠের দণ্ড, কাঁটাতার জড়ানো পাথর ছুঁড়ে আক্রমণ করে চিনা সৈন্য ৷ ঘটনাটি ঘটে গালওয়ান উপত্যকার 14 নম্বর পেট্রোল পয়েন্টের কাছে ৷

এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ আশঙ্কা প্রকাশ করে, চিনা সৈন্যের হাতে কয়েকজন ভারতীয় জওয়ান বন্দী হয়ে থাকতে পারেন ৷ কিন্তু, এই আশঙ্কা অমূলক বলে জানিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী । সেনাবাহিনীর তরফে জানানো হয় ,‘‘এটা পরিষ্কার করে বলে দেওয়া যায়, কোনও সেনাকর্মী নিখোঁজ নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details