পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ সেনাকর্মী

বুধবার উত্তর কাশ্মীরের উরি সেক্টরে LOC বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান । শহিদ হন এক সেনাকর্মী ।

army-porter-killed-in-pak-firing-in-uri-sector
army-porter-killed-in-pak-firing-in-uri-sector

By

Published : Jul 30, 2020, 5:50 AM IST

শ্রীনগর, 29 জুলাই : ফের নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । উরি সেক্টরে পাকিস্তানি সেনার হামলায় শহিদ হন এক সেনাকর্মী । ভারতীয় জওয়ানরাও যোগ্য জবাব দিয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে ।

এক সেনা আধিকারিক বলেন, “উরি সেক্টরে পাকিস্তান সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে । মর্টার ও অন্যান্য অস্ত্র দিয়ে হামলা চালানো হয় । সেই সময় আমাদের এক কর্মী শহিদ হন । আমরাও উপযুক্ত পদক্ষেপ করি ।”

উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচাল ও গুগালধার এলাকায় একদিন আগেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান সেনা । এবার ফের নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাল তারা ।

ABOUT THE AUTHOR

...view details