পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ জওয়ান ও SPO - শহিদ জওয়ান

আজ ভোরে পুলওয়ামার অবন্তীপোরায় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াই হয় । ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়ে ভোররাতে সেখানে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা ।

kashmir
ঘটনাস্থানের ছবি

By

Published : Jan 21, 2020, 4:52 PM IST

শ্রীনগর, 21 জানুয়ারি : কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে শহিদ হলেন এক ভারতীয় জওয়ান এবং জম্মু ও কাশ্মীরের এক SPO (স্পেশাল পুলিশ অফিসার) ।

আজ ভোরে পুলওয়ামার অবন্তীপোরায় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াই হয় । ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়ে ভোররাতে সেখানে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা । কয়েক ঘণ্টা দু'পক্ষের গুলির লড়াই চলে । জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন জওয়ান ও SPO । পরে তাঁদের মৃত্যু হয় ।

এদিকে অসমর্থিত সূত্রে জানা গেছে, নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে । এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা ।

ABOUT THE AUTHOR

...view details